ভাইরাল – গুরুগ্রামে টানা কয়েক ঘণ্টার অবিরাম বৃষ্টি শহরের জনজীবন কার্যত স্তব্ধ করে দিয়েছে। রাস্তায় ব্যাপক জল জমে যাওয়ায় সৃষ্টি হয়েছে ভয়াবহ ট্রাফিক জ্যাম, যেখানে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছেন নিত্যযাত্রীরা। এমন পরিস্থিতিতেই ভাইরাল হয়েছে এক তরুণের অবিশ্বাস্য কাণ্ড।
সম্প্রতি ইনস্টাগ্রামের ‘গুরগাঁও_লোকাল্স’ নামের পেজ থেকে শেয়ার হওয়া একটি ভিডিয়োয় দেখা যায়, এক তরুণ স্কুটারে সহযাত্রী নিয়ে ট্রাফিকে আটকে ছিলেন। দীর্ঘ সময় অপেক্ষার পর তিনি ধৈর্য হারিয়ে ফেলেন। সহযাত্রীকে স্কুটার থেকে নামতে বলে, ভারী স্কুটারটি মাথায় তুলে হাঁটা শুরু করেন তরুণ। তাঁর সহযাত্রীও পিছন থেকে স্কুটারটি ধরে সাহায্য করেন।
নেটিজেনদের অনেকেই এই ঘটনাকে বাহুবলী ছবির শিবলিঙ্গ দৃশ্যের সঙ্গে তুলনা করেছেন। কেউ লিখেছেন, “এই তরুণ তো একেবারে বাহুবলীর মতো!” তবে অনেকেই শহরের দুর্বিষহ ট্রাফিক পরিস্থিতি ও বৃষ্টির জন্য নিত্যযাত্রীদের অসুবিধার প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন।
