রাজ্য – আজ সকালেই হঠাৎ করেই গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। যেখানে বুকে ব্যথা অনুভব করেন তিনি। আর তারপরেই তাকে ভর্তি করা হয় কমান্ড হাসপাতালে।সূত্রের খবর, এদিন সকালে হঠাৎ করেই বুকে ব্যথা অনুভব করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল।পরবর্তীতে তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। যেখানে চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করার পর রাজ্যপালের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে বলেই জানিয়েছেন। এক্ষেত্রে তার হার্টে ব্লকেজ অত্যন্ত গুরুতর বলেই খবর পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, রাজ্যপালের চিকিৎসায় কি সিদ্ধান্ত নেয় চিকিৎসকরা, সেদিকেই নজর থাকবে সকলের।
