গুরুতর অসুস্থ চিকিৎসারত মা বাবার পরিবর্তে অসহায় দুই শিশুর দায়িত্ব নিলো চাইল্ড লাইন

গুরুতর অসুস্থ চিকিৎসারত মা বাবার পরিবর্তে অসহায় দুই শিশুর দায়িত্ব নিলো চাইল্ড লাইন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

গুরুতর অসুস্থ চিকিৎসারত মা বাবার পরিবর্তে অসহায় দুই শিশুর দায়িত্ব নিলো চাইল্ড লাইন । গত ন ই জুন রানাঘাট নবপল্লী এলাকায় অমিত প্রামানিক ও প্রিয়া প্রামানিক দুই দম্পতির মধ্যে পারিবারিক কলহের জেরে, স্ত্রী প্রিয়া প্রামানিক গায়ে আগুন ধরিয়ে দেয় নিজের, আমি অমিত প্রামানিক বাঁচাতে আসলে সেও অগ্নিদগ্ধ হয়ে অচৈতন্য হয়ে পড়ে। রানাঘাট হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। দুই নাবালক সন্তান থাকে প্রতিবেশীর কাছে। এখন না এবং দেড় বছরের এক পুত্র প্রতিবেশীদের রয়েছে অন্যদিকে স্বামী-স্ত্রী দুজনেরই অবনতি হওয়ার কারণে কল্যাণী হাসপাতালে স্থানান্তরিত করে রানাঘাট হাসপাতাল কর্তৃপক্ষ।

 

ওই দুই অসহায় নাবালক নাবালিকাকে দিন যাবত রাখার ব্যবস্থা জন্য এলাকাবাসী শরণাপন্ন হয় রানাঘাট থানার।থানা থেকে চাইল্ড লাইন কর্তৃপক্ষকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করেন। আজ রানাঘাট থানায় আগত চাইল্ড লাইন কর্তৃপক্ষর হাতে ওই দুই শিশুকে তুলে দেয় এলাকাবাসী । চাইল্ড লাইনের পক্ষ থেকে জানা যায়, ঐ দুই শিশুকে তারা সরকারি হোমে রেখে পড়াশোনা এবং যাবতীয় তত্ত্বাবধান করবেন তাদের পিতামাতা সুস্থ হয়ে বাড়িতে ফিরে না আসা পর্যন্ত।

আরও পড়ুন – এই দুর্গে রাত কাটালেই মৃত্যু নিশ্চিত, জানেন কোথায় আছে এই দুর্গ, কি তার রহস্য

উল্লেখ্য, গত ন ই জুন রানাঘাট নবপল্লী এলাকায় অমিত প্রামানিক ও প্রিয়া প্রামানিক দুই দম্পতির মধ্যে পারিবারিক কলহের জেরে, স্ত্রী প্রিয়া প্রামানিক গায়ে আগুন ধরিয়ে দেয় নিজের, আমি অমিত প্রামানিক বাঁচাতে আসলে সেও অগ্নিদগ্ধ হয়ে অচৈতন্য হয়ে পড়ে। রানাঘাট হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। দুই নাবালক সন্তান থাকে প্রতিবেশীর কাছে। এখন না এবং দেড় বছরের এক পুত্র প্রতিবেশীদের রয়েছে অন্যদিকে স্বামী-স্ত্রী দুজনেরই অবনতি হওয়ার কারণে কল্যাণী হাসপাতালে স্থানান্তরিত করে রানাঘাট হাসপাতাল কর্তৃপক্ষ।

 

ওই দুই অসহায় নাবালক নাবালিকাকে দিন যাবত রাখার ব্যবস্থা জন্য এলাকাবাসী শরণাপন্ন হয় রানাঘাট থানার।থানা থেকে চাইল্ড লাইন কর্তৃপক্ষকে বিষয়টি দেখার জন্য অনুরোধ করেন। আজ রানাঘাট থানায় আগত চাইল্ড লাইন কর্তৃপক্ষর হাতে ওই দুই শিশুকে তুলে দেয় এলাকাবাসী । চাইল্ড লাইনের পক্ষ থেকে জানা যায়, ঐ দুই শিশুকে তারা সরকারি হোমে রেখে পড়াশোনা এবং যাবতীয় তত্ত্বাবধান করবেন তাদের পিতামাতা সুস্থ হয়ে বাড়িতে ফিরে না আসা পর্যন্ত।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top