জামবনি তে হাতির হামলায় গুরুতর আহত এক মহিলার মৃত্যু। প্রচন্ড গরমের জন্য শুক্রবার সন্ধ্যায় জামবনি থানার আমতলিয়া বাঘা খন্দর এলাকায় নিজের বাড়ির উঠানের সামনে বসেছিলেন সোমবারী মুর্মু নামে প্রায় 45 বছর বয়সী এক মহিলা। আচমকা স্থানীয় জঙ্গল থেকে হাতি এসে তাকে আছাড় মেরে মাটিতে ফেলে পা দিয়ে পিষে চলে যায়।
স্থানীয় বাসিন্দারা ছুটে এসে হাতিটিকে ওই এলাকা থেকে স্থানীয় জঙ্গলের দিকে পাঠায়। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জামবনি ব্লক এর চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে । কিছুক্ষণ চিকিৎসার পর চিল্কিগড় গ্রামীন হাসপাতালে হাতির হামলায় আহত সোমবারী মূর্মু নামে ওই মহিলার মৃত্যু হয় ।ওই ঘটনাকে কেন্দ্র করে ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের আমতলিয়া বাঘাখন্দ’র এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে ।
হাতির হামলা ওই মহিলার মৃত্যু কে কেন্দ্র করে তাঁর পরিবারের ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘটনাস্থল এর উদ্দেশ্যে রওনা হয় বন দফতরের কর্মীরা। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার সকলকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। সেই সন্ধ্যা ছ টা থেকে সকাল ছ টা পর্যন্ত কেউ যেন জঙ্গলের রাস্তা দিয়ে যাতায়াত না করে তার জন্য নিষেধ করা হয়। সেই সঙ্গে জঙ্গলে যেতে এলাকার বাসিন্দাদের নিষেধ করা হয়েছে। তবে যেভাবে হাতির দল ওই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তাতে যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন গ্রামবাসীরা।
আরও পড়ুন – রাজভবন চলো ডাক অধীর রঞ্জন চৌধুরীর
বন দফতরের পক্ষ থেকে হাতি গুলির গতিবিধির ওপর নজর রাখা হয়েছে। সেই সঙ্গে বনদপ্তর এর পক্ষ থেকে জানানো হয় যে হাতির হামলায় মৃত ওই মহিলার পরিবারকে সরকারি ভাবে আর্থিক সহযোগিতা করা হবে। তা সত্ত্বেও ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন বলে আতঙ্কিত গ্রামবাসীরা জানান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জামবনি থানার পুলিশ । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়্গ্রাম জেলা হাসপাতালের মর্গে পাঠায়। হাতির হামলায় ওই মহিলার মৃত্যুর ঘটনায় ওই এলাকায় মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুরুতর আহত