Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
9 important facts about the last lunar eclipse of the year

বছরের শেষ চন্দ্রগ্রহণের ৯টি গুরুত্বপূর্ণ তথ্য

বছরের শেষ চন্দ্রগ্রহণের ৯টি গুরুত্বপূর্ণ তথ্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
গুরুত্বপূর্ণ

বছরের শেষ চন্দ্রগ্রহণের ৯টি গুরুত্বপূর্ণ তথ্য। বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এই চন্দ্রগ্রহণ দেখা যাবে আগামী ১৯ নভেম্বর। এই গ্রহণের বিপুল প্রভাব পড়বে প্রায় সব রাশির জাতক-জাতিকাদের জীবনে। এক নজরে দেখে নিন আগামী চন্দ্রগ্রহণের গুরুত্বপূর্ণএর কয়েকটি তথ্য।

চন্দ্রগ্রহণের সময়

দুপুর সাড়ে ১১ টা থেকে গ্রহণ শুরু হবে। চলবে বিকেল ৫টা ৩৩ মিনিট পর্যন্ত।

কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমায়

চন্দ্রগ্রহণ কার্তিক মাসের পূর্ণিমায় হবে এই চন্দ্রগ্রহণ। এদিনই আবার রাস পূর্ণিমা অর্থাৎ শ্রীকৃষ্ণের রাসযাত্রা। হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্র মতে কার্তিক পূর্ণিমা অত্যন্ত শুভ। এজন্যে এই গ্রহণের প্রভাব সব রাশির জাতকদের উপরই পড়বে।

বছরের শেষ চন্দ্রগ্রহণ

২০২১ সালের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী ১৯ নভেম্বর। এরপরের চন্দ্রগ্রহণ হবে, ২০২২ সালের ১৬ মে।

 

আর ও  পড়ুন    বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ব্ল্যাক প্যান্থারের ছবি ধরা পড়ল

 

শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ

আগামী ১৯ নভেম্বরের গ্রহণের সময়কাল অনেকটা বেশি। এজন্যে মনে করা হচ্ছে, এটাই শতাব্দীর সবচেয়ে বড় কিংবা দীর্ঘতম চন্দ্রগ্রহণ।

কোথায় দেখা যাবে?

এই গ্রহণ হবে আংশিক চন্দ্রগ্রহণ। এজন্যে ভারতের বেশিরভাগ স্থানে এটি দেখা যাবে না। ভারত, আমেরিকা, উত্তর ইউরোপ, পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া এভং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে দেখা যাবে।

ভারতের কোথায় দেখা যাবে?

উত্তর -পূর্ব ভারতের রাজ্যগুলিতে মূলত এই গ্রহণ দেখা যাবে। তার মধ্যে রয়েছে আসাম ও অরুণাচল প্রদেশ।

বৃষ রাশিতে চন্দ্রগ্রহণ

বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে চলেছে বৃষ রাশিতে। তাই এই রাশির জাতক জাতিকাদের গ্রহণকালে খুব সাবধানে থাকতে হবে। এই সময়ে তাঁরা আঘাতের সম্মুখীন হতে পারেন। তবে গ্রহণ শেষে, দান করলে গ্রহণের অশুভ প্রভাব কিছুটা কমবে।

গ্রহণের সময় থাকবে কৃত্তিকা নক্ষত্র

চন্দ্রগ্রহণের সময় কৃত্তিকা নক্ষত্র থাকবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই নক্ষত্রের অধিপতি সূর্য এবং রাশির শুক্র। কৃত্তিকা হল নক্ষত্রপুঞ্জের তৃতীয় নক্ষত্র। এই নক্ষত্রটি খালি চোখে দেখা যায়। কৃত্তিকা, ৬ নক্ষত্রের একটি দল।

সূতক কাল

গ্রহণের সময় সূতক কালের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কিন্তু এবারের চন্দ্রগ্রহণের সময় সূতকের নিয়ম অনুসরণ করা হবে না। বছরের শেষ চন্দ্রগ্রহণ, আংশিক হবে। আর সূতক কাল শুধুমাত্র সম্পূর্ণ চন্দ্রগ্রহণের ক্ষেত্রে কার্যকর হয়। তবে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। বিশেষত গর্ভবতী মহিলা ও শিশুদের বিশেষ সচেতন থাকতে হবে। গ্রহণের আগে স্নান করে শিবের উপাসনা করা লাভজনক ফল দেবে। এছাড়াও এই সময় ঈশ্বরের নামে ধ্যান করতে পারেন, সেটাই শুভ।

 

উল্লেখ্য, বছরের শেষ চন্দ্রগ্রহণের ৯টি গুরুত্বপূর্ণ তথ্য। বছরের শেষ চন্দ্রগ্রহণ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এই চন্দ্রগ্রহণ দেখা যাবে আগামী ১৯ নভেম্বর। এই গ্রহণের বিপুল প্রভাব পড়বে প্রায় সব রাশির জাতক-জাতিকাদের জীবনে। এক নজরে দেখে নিন আগামী চন্দ্রগ্রহণের গুরুত্বপূর্ণএর কয়েকটি তথ্য।  চন্দ্রগ্রহণ কার্তিক মাসের পূর্ণিমায় হবে এই চন্দ্রগ্রহণ।

 

এদিনই আবার রাস পূর্ণিমা অর্থাৎ শ্রীকৃষ্ণের রাসযাত্রা। হিন্দু ধর্ম ও জ্যোতিষশাস্ত্র মতে কার্তিক পূর্ণিমা অত্যন্ত শুভ। এজন্যে এই গ্রহণের প্রভাব সব রাশির জাতকদের উপরই পড়বে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top