পড়ে থাকা সকেট বোমায় গুরুত্বর জখম হলো এক গ্রামবাসী। আহত ব্যক্তির নাম রঞ্জন মেটে(৫৫)। আহত ব্যাক্তিকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আউশগ্রামের উক্তা গ্রামের কাছে মাঠে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রঞ্জন মেটে এদিন বিকেলে গ্রামের পাশে মাঠে গরু চড়াতে গিয়েছিলেন। রঞ্জন মেঠে সেখানে লোহার একটি পাইপের টুকরোর মত কিছু পড়ে থাকতে দেখেন।
সেটি কিছুটা মাটিতে ঢুকে ছিল। লোহা ভেবে সেটি বের করতে চেষ্টা করেন রঞ্জনবাবু। ভারী কিছু দিয়ে আঘাত করতেই সজোরে বিস্ফোরণ হয়। তার ডানহাতের বেশকিছুটা অংশ কার্যত উড়ে যায়। শরীরের অন্যান্য অংশেও আঘাত লাগে বলে জানা যায়। পূর্ব বর্ধমানের ডিএসপি(ডিএনটি) বীরেন্দ্র কুমার পাঠক সাংবাদিককে বলেন, “একটি স্যালোর কাছে কিছু ঠোকাঠুকি করতে গিয়ে এক ব্যক্তি আহত হয়েছেন বলে শুনেছি। তাকে বর্ধমানে চিকিৎসায় নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত শুরু হয়েছে।”
আরও পড়ুন – শরদ পাওয়ারের টেররিস্টের সাথে যোগাযোগ ছিল, এইরকম একজন রাষ্ট্রপতি হলে দেশে টেররিজম বাড়বে, দিলীপ
উল্লেখ্য, পড়ে থাকা সকেট বোমায় গুরুত্বর জখম হলো এক গ্রামবাসী। আহত ব্যক্তির নাম রঞ্জন মেটে(৫৫)। আহত ব্যাক্তিকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আউশগ্রামের উক্তা গ্রামের কাছে মাঠে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রঞ্জন মেটে এদিন বিকেলে গ্রামের পাশে মাঠে গরু চড়াতে গিয়েছিলেন। রঞ্জন মেঠে সেখানে লোহার একটি পাইপের টুকরোর মত কিছু পড়ে থাকতে দেখেন। সেটি কিছুটা মাটিতে ঢুকে ছিল। লোহা ভেবে সেটি বের করতে চেষ্টা করেন রঞ্জনবাবু।
ভারী কিছু দিয়ে আঘাত করতেই সজোরে বিস্ফোরণ হয়। তার ডানহাতের বেশকিছুটা অংশ কার্যত উড়ে যায়। শরীরের অন্যান্য অংশেও আঘাত লাগে বলে জানা যায়। পূর্ব বর্ধমানের ডিএসপি(ডিএনটি) বীরেন্দ্র কুমার পাঠক সাংবাদিককে বলেন, “একটি স্যালোর কাছে কিছু ঠোকাঠুকি করতে গিয়ে এক ব্যক্তি আহত হয়েছেন বলে শুনেছি। তাকে বর্ধমানে চিকিৎসায় নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত শুরু হয়েছে।”