গুরু পূর্ণিমায় ভোর থেকেই ভক্তদের ঢল নামলো বেলুড় মঠে. করোনা পরিস্থিতিতে গত ২ বছর বন্ধ থাকার পর এবার গুরু পূর্ণিমায় ভক্তদের ঢল নামলো বেলুড় মঠে। বুধবার শ্রদ্ধার সঙ্গে পালিত হলো গুরু পূর্ণিমা। দীক্ষাগুরুদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন অগণিত ভক্ত বেলুড় মঠে উপস্থিত হন। বিশেষ এই দিনে বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এদিন তাঁদের দীক্ষাগুরুকে প্রণাম ও শ্রদ্ধা জানাতে এবং মহারাজের আশীর্বাদ নিতে বেলুড় মঠে আসেন।
এমনিতেই সারা বছরই নিয়ম মতো ভক্তরা নিজ নিজ বাড়িতে গুরু প্রণাম করলেও এই বিশেষ দিনে তাঁরা স্বশরীরে বেলুড় মঠে এসে দীক্ষা গুরুকে প্রণাম নিবেদন করেন। পূজা করেন। এবং দীক্ষাগুরুর আশীর্বাদ নেন। এই উপলক্ষে বেলুড় মঠে বিশেষ আয়োজন করা হয়। কোভিড পরিস্থিতির পর বর্তমানে প্রতিদিন সকাল সাড়ে ৬টায় বেলুড় মঠ খোলা হয়। এদিনও একই নিয়মে মঠ খোলা হয়। তবে, বেলা সাড়ে ১০টা নাগাদ মহারাজেরা ভক্তদের প্রণাম নেন ও আশীর্বাদ দেন। মাঝের দু’বছর কোভিডের কারণে বেলুড় মঠের গুরু প্রণাম বন্ধ ছিল।
এবছর ভোর থেকেই ভক্তদের লম্বা লাইন চোখে পড়ে বেলুড় মঠের গেটে। সাদা পদ্ম নিয়ে ভক্তরা এসেছিলেন গুরু দর্শন, প্রণাম ও আশীর্বাদ গ্রহণের জন্য। প্রণাম শেষে তাঁরা বেলুড় মঠে প্রসাদ গ্রহণ করেন। মঠের নিয়মমতো প্রেসিডেন্ট মহারাজ এবং ভাইস প্রেসিডেন্ট মহারাজরাই দীক্ষা দিতে পারেন। সেইমতো মঠের প্রেসিডেন্ট মহারাজ এবং অন্যরাও প্রনাম গ্রহণ করেন।
আরও পড়ুন- আদ্যাপিট মন্দির পরিদর্শনে সুকান্ত মজুমদার
ঝিরিঝিরি বৃষ্টিকে উপেক্ষা করেই মঠে এসেছিলেন ভক্তরা।রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দজী মহারাজ জানান, করোনার জন্য ২ বছর মঠ বন্ধ থাকার পর এদিন ভক্তদের জন্য মঠ খোলা হয়েছে। ওই সময় সোস্যাল মিডিয়া, ইউটিউবে দেখানোর ব্যবস্থা করা হয়েছে। অগণিত ভক্তরা গুরুকে শ্রদ্ধা নিবেদনের জন্য এদিন এসেছেন। যাঁরা ভক্তদের দীক্ষা দিয়েছেন তাঁরা এই দিনে ভক্তদের দ্বারা পুজিত হন। সেই ঐতিহ্য এখনও চলে আসছে।