টিটাগড়ে গুলি করে খুন

টিটাগড়ে গুলি করে খুন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
গুলি

টিটাগড়ে গুলি করে খুন । টিটাগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত টিটাগড় স্টেশনের ১০ নম্বর রেলগেটের কাছে টিটাগড় গাজী বাবা মাজার এলাকার বাসিন্দা সেলিম সাহাজি (১৮) গতকাল রাতে গুলি করে খুন করা হয়। রাতের বেলা ব্যারাকপুর ডাক্তার বি.এন. বসু মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।

 

বাবা সমর সাহাজি সন্দেহ ইসমাইল, সোনু ও মনু নামের তিন কুখ্যাত দুষ্কৃতী র বিরুদ্ধে । ওদের নামে খুনের অভিযোগ । এরা নয়াবস্তির বাসিন্দা । এরা সেলিমের বাবা সমরের কাছে ১ লাখ টাকা তোলা চেয়েছিল, না দেওয়ায় সমরকে মারধর করা হয় বলে অভিযোগ ।

 

এরপর গতকাল সন্ধ্যা বেলা সে বন্ধুদের সাথে মোরোল পাড়ার মেলাতে যায় । রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় বাবা তাকে ফোন করে , সেলিম জানায় সে বাড়ি আসছে । তারপর তার বাড়ির সামনে স্টেশনের কাছে ওকে পরে থাকতে দেখা যায় । ওর পিঠে গুলি করার চিহ্ন পাওয়া গেছে । রহড়া থানায় অভিযোগ জানানোর পর ঘটনার তদন্তে রহড়া থানার পুলিশ ।

 

উল্লেখ্য, টিটাগড়ে গুলি করে খুন । টিটাগর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত টিটাগড় স্টেশনের ১০ নম্বর রেলগেটের কাছে টিটাগড় গাজী বাবা মাজার এলাকার বাসিন্দা সেলিম সাহাজি (১৮) গতকাল রাতে গুলি করে খুন করা হয়। রাতের বেলা ব্যারাকপুর ডাক্তার বি.এন. বসু মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।

 

আর ও পড়ুন     দেগঙ্গার অনন্তপাড়া এলাকায় বেপরোয়া বাইক বাহিনীর তান্ডব

 

বাবা সমর সাহাজি সন্দেহ ইসমাইল, সোনু ও মনু নামের তিন কুখ্যাত দুষ্কৃতী র বিরুদ্ধে । ওদের নামে খুনের অভিযোগ । এরা নয়াবস্তির বাসিন্দা । এরা সেলিমের বাবা সমরের কাছে ১ লাখ টাকা তোলা চেয়েছিল, না দেওয়ায় সমরকে মারধর করা হয় বলে অভিযোগ ।

 

এরপর গতকাল সন্ধ্যা বেলা সে বন্ধুদের সাথে মোরোল পাড়ার মেলাতে যায় । রাতে বাড়ি ফিরতে দেরি হওয়ায় বাবা তাকে ফোন করে , সেলিম জানায় সে বাড়ি আসছে । তারপর তার বাড়ির সামনে স্টেশনের কাছে ওকে পরে থাকতে দেখা যায় । ওর পিঠে গুলি করার চিহ্ন পাওয়া গেছে । রহড়া থানায় অভিযোগ জানানোর পর ঘটনার তদন্তে রহড়া থানার পুলিশ ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top