গুলিতে খুন যুবক, তীব্র উত্তেজনা ভাটপাড়ার বাকরমহল্লায়। ফের খবরের শিরোনামে ভাটপাড়া। দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক যুবক। শনিবার সকালে বাড়ির সামনেই বসে ছিলেন মহম্মদ সালাউদ্দিন আনসারি ওরফে মুকুলুয়া (৩৫)। ওই সময় পাচঁজন দুষ্কৃতী এসে গল্প করতে করতেই সালাউদ্দিনের মাথা লক্ষ্য করে গুলি চালায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভাটপাড়া থানার ১২ নম্বর ওয়ার্ডের বাকরমহল্লার ২৩ নম্বর গলিতে।
তৎক্ষনাৎ গুরুতর জখম ওই যুবককে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয়দের দাবি ৩ থেকে ৪ রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। যদিও কি উদ্দেশ্যে দুষ্কৃতীরা সালাউদ্দিন আনসারীকে খুন করল তা এখনও স্পষ্ট নয়। জানা গেছে মৃত সালাউদ্দিন ইমারতি ব্যাবসায়ী ছিল। খুনের ঘটনার পর জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম মৃত যুবকে তৃণমূল কর্মী বলে দাবি করেন। যদিও তা মানতে নারাজ সাংসদ অর্জুন সিং।
এই ঘটনা নিয়ে ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ বলেন,ভাগবাটোয়া নিয়ে লড়াইয়ের জেরেই ওই যুবক খুন হয়েছে। যারা ওই যুবকের সঙ্গে থাকে তারাই ওকে খুন করেছে। তার দাবি,কামারহাটির ত্রাস ছিল মৃত যুবক মুকুলুয়া। সাংসদের সাফ বক্তব্য, অন্য কোনও ঘটনা নয়। নিজেদের মধ্যে বাটোয়ারার লড়াই ঘিরেই কুখ্যাত অপরাধী মুকুলুয়া খুন হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
আরও পড়ুন – বৃষ্টির জল জমে দূর্ভোগে ওয়ার্ডবাসী! কোদাল হাতে কাউন্সিলার!
উল্লেখ্য, গুলিতে খুন যুবক, তীব্র উত্তেজনা ভাটপাড়ার বাকরমহল্লায়। ফের খবরের শিরোনামে ভাটপাড়া। দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন এক যুবক। শনিবার সকালে বাড়ির সামনেই বসে ছিলেন মহম্মদ সালাউদ্দিন আনসারি ওরফে মুকুলুয়া (৩৫)। ওই সময় পাচঁজন দুষ্কৃতী এসে গল্প করতে করতেই সালাউদ্দিনের মাথা লক্ষ্য করে গুলি চালায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভাটপাড়া থানার ১২ নম্বর ওয়ার্ডের বাকরমহল্লার ২৩ নম্বর গলিতে।