গুলি করে পালতে গিয়ে পাবলিকের হাতে গণপ্রহারের শিকার হল যুবক

গুলি করে পালতে গিয়ে পাবলিকের হাতে গণপ্রহারের শিকার হল যুবক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১৫ ডিসেম্বর, ফের ভাটপাড়া থানা এলাকায় গুলি চলার জেরে উত্তেজনা সৃষ্টি, গুলি চালিয়ে পালাবার সময় অপরাধীকে ধরে ফেলে পাবলিক।তারপরই চলে গণপ্রহার। কাঁকিনাড়া রথতলা খুবলাল সাউ বাজারে মাংস ব্যবসায়ী শেখ জাহাঙ্গীরকে গুলি করে।মাথায় গুলি লাগে তাঁর।আহত জাহাঙ্গীরকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল সেখান থেকে কলকাতা বেসরকারি নার্সিংহোমে পাঠানো হয়। ধৃত আততায়ীর নাম গালকাটা শংকর।
আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে শংকর কে। পুলিশ তাকে নৈহাটি রাজেন্দ্রপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।আশংকাজনক অবস্থায় আছে সেই অপরাধী।ভাটপাড়া থানার পুলিশ ও র‍্যাফ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ২টি গুলি উদ্ধার করেছে।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top