নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুর , ১৮ ই মে :গৃহবধুকে মেরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠলো স্বামী ও শ্বশুড় বাড়ির লোকেদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হেমতাবাদের পূর্বপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত গৃহবধুর নাম তারমিনা আখতার। ঘটনাস্থলে পুলিশ পৌছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ হাসপাতালে পাঠায়।
গত চার বছর আগে কালিয়াগঞ্জে পূর্ব তরঙ্গপুর এলাকার বাসিন্দা তারমিনা আখতারের সাথে হেমতাবাদের পূর্বপাড়া গ্রামের বাসিন্দা আনোয়ার হুসেনের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুর বাড়ির লোকেরা তার প্রতি শারিরীক অত্যাচার চালাতো বলে অভিযোগ। মাস খানেক আগে তারমিনা আখতার তার বাপের বাড়িতেই ছিলো। কিছুদিন আগে স্বামীর বাড়িতে ফিরে আসার পরও তার প্রতি নির্যাতন চালাতো শ্বশুর বাড়ির লোকেরা। এদিন সকালে ঘরের মধ্যে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা তারমিনারের পরিবারকে খবর দেয়। খবর পেয়ে মৃতার পরিবার দেখে ঘরের মধ্য ঝুলন্ত অবস্থা রয়েছে তার মিনা। মৃতার বাপের বাড়ির অভিযোগ, তাকে রাতে মারধোর করে তার স্বামী সহ শ্বশুরবাড়ির লোকেরা মেরে ফেলে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে হেমতাবাদ থানার পুলিশ। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায়। ঘটনার পর থেকে স্বামী সহ শ্বশুড় বাড়ির পরিবারের লোকেরা পলাতক। দোষীদের শাস্তির দাবী জানিয়েছেন মৃতার পরিবারের লোকেরা। ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার পুলিশ।