গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শবশুরবাড়ির বিরুদ্ধে

গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শবশুরবাড়ির বিরুদ্ধে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর২৪পরগণা,১২ নভেম্বর,  এক গৃহবধূকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ শবশুরবাড়ির বিরুদ্ধে, আটক স্বামী সহ শ্বশুর-শাশুড়ী।ঘটনাটি ঘটেছে বারাসাত পৌরসভা অন্তর্গত 7 নং ওয়ার্ডের নবপল্লী সূর্যসেন পল্লী দীপ্তি কল এলাকায়।

মৃত গৃহবধূর অভিযোগ, ২০১৪ সালে বিয়ের পর থেকেই নানা অছিলায় গৃহবধূ রিতা গিরি-র উপর অত্যাচার চালাত স্বামী কমল গিরি, শাশুড়ি বাসন্তী গিরি ও শ্বশুর কালি গিরি।স্বামী পেশায় ইলেক্ট্রিক মিস্ত্রি । মাঝে মধ্যে অশান্তি চলত। কিন্তু পরে ঝামেলায় মিটমাট করলেও এদিন অশান্তি চরমে ওঠে।এদিন দুপুরে গৃহবধূর মৃত্যুর খবর আসে তার বাবা শিবাস মন্ডলের কাছে।সঙ্গে সঙ্গে তিনি ও তার স্ত্রী, মেয়ের বাড়িতে ছুটে যান ও মৃত গৃহবধূকে পড়ে থাকতে দেখেন।এরপর বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে আসে ও মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। পরিবারের অভিযোগের ভিত্তিতে মৃত গৃহবধূর স্বামী সহ শশুর শাশুড়িকে আটক করেছে বারাসাত থানার পুলিশ।তদন্তে নেমেছে বারাসাত থানার পুলিশ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top