নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ১০ জানুয়ারি, গেট পাশের নাম করে ট্রাক প্রতি ৪০০ টাকা ও ৬০০ টাকা তোলা হচ্ছে, এমনটাই অভিযোগ লরি চালক ও মালিকদের। এদিন অভিযোগ তুলে রাস্তা অবরোধ করল লরি চালক ও মালিকদের। লরি চালক ও মালিকদের দাবি যতক্ষণ না এর প্রতিকার হচ্ছে ততক্ষণ অবরোধ চলবে এমনটাই দাবি তাদের।
বৃহস্পতিবার বিকাল বেলায় ঘটনাটি ঘটেছে বীরভূমের শেষ প্রান্ত রাজগ্রামের মোহনপুর থেকে কুমারপাড়া যাওয়ার রাস্তায়। লরি চালকদের অভিযোগ, গেট পাশের নাম করে ছয় চাকার লরি থেকে ৪০০ টাকা ও ১২ চাকার লরি থেকে ৬০০ টাকা করে নেওয়া হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে আজ তারা বিকাল চারটে থেকে রাস্তা অবরোধ করে।
আব্দুল আজিজ নামে এক ট্রাক মালিকের অভিযোগ, “আজ থেকে হঠাৎ করে গোরসার কাছে লরি পিছু ৪০০ টাকা ও ৬০০ টাকার দাদাগিরি ট্যাক্স আদায় করতে শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের নির্দেশেই এই টাকা নেওয়া হচ্ছে। কিন্তু এই দাদাগিরি ট্যাক্স দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাই যতক্ষণ না ওই ট্যাক্স তুলে দেওয়া হচ্ছে ততক্ষণ আমরা রাস্তা অবরোধ করে রাখবো।”
বিকাল চারটে থেকে শুরু হওয়া ট্রাক মালিক ও ট্রাক চালকদের পথ অবরোধের ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এলাকায়। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা ট্যাক্স আদায় করছেন তাদের কোনো বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি।