গেমারদের জন্য সুখবর, লঞ্চ হল আরও ২২টি গেম

গেমারদের জন্য সুখবর, লঞ্চ হল আরও ২২টি গেম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২২ নভেম্বর, গেমারদের জন্য সুখবর। গুগল তার প্ল্যেটফর্মে লঞ্চ করল আরও ২২ টি নতুন গেমমগুগলের ক্লাউড গেমিং প্ল্যাটফর্মটির নাম গুগল স্টেডিয়া। গত মঙ্গলবার এই নতুন গেমগুলি লঞ্চ করা হয়। গুগল স্টেডিয়াতে এই নতুন গেমগুলি খেলতে পারবেন সকলেই এবং গেমাররা এই গেমগুলি খালে খুবই মজা পাবেন, এমনই বলেছেন গুগল ভাইস প্রেসিডেন্ট।

গুগল স্টেডিয়াতে গেমাররা খেলতে পাবেন ডেস্টিনি-২ দ্যা কালেকশান, গিল্ট, জাস্ট ড্যান্স ২০২০, কাইন, মরটাল কমব্যাট ১১, রেড  ডেড রিডেম্পশান-২, থামপার, টমব রাইডার, ডেফিনেটিভ এডিশান, রাইস অব দ্যা টম্ব রাইডার, স্যাডো অব দ্যা টমব রাইডার। এছাড়াও গুগল স্টাডিয়াতে গেমারদের জন্য নতুন আসা গেমগুলি হল আটাক অন টাইটেন, ফাইনাল ফ্যান্টাসি এক্স ভি, ফুটবল ম্যানেজার ২০২০, গ্রিড ২০১৯, এন বি এ 2k20, রেজ-২ ও ট্রায়ালস রেসিং উলফেস্টিয়ান ইয়াং ব্লাড।

গুগল স্টাডিয়াতে গেমারদের জন্য সাথে থাকছে নানান সুযোগ-সুবিধা। গেমাররা নিজেরাই যেকোনও ধরনের হেডলাইন এডিট ও পরিবর্তন করতে পারবেন, সাথে অপ্রয়োজনীয় সমস্ত রকমের পোস্ট পরিবর্তন বা সরিয়ে দিতে পারবেন। সবমিলিয়ে গুগল স্টেডিয়া গেমারদের জন্য নিয়ে এসেছে এক অফুরন্ত গেমস এর ঝুড়ি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top