নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- টাইম বোমাকে ঘিরে আতঙ্ক ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার শেরহাটি গ্রাম। জানা গেছে বৃহস্পতিবার সকালে ঐ এলাকার এক প্রসিদ্ধ সিমেন্ট রড ব্যবসায়ী কার্তিক গাঁতাইতের কাছে হিন্দী ভাষাতে উড়ো ফোন আসে। কার্তিক বাবুর অভিযোগ ফোনে ঐ ব্যক্তি জানায়, গোডাউনে কি আছে দেখে আসতে। এরপর তড়িঘড়ি কার্তিক বাবু নিজের গোডাউনে জান তারপরই চক্ষু চড়কগাছ হয় ঐ ব্যবসায়ীর। দেখাযায় দুটি টাইম বোমার আকৃৃতির কোন বস্তু। তারপরই পাঁশকুড়া থানার পুলিশকে বিষয়টি জানায় ওই ব্যবসায়ী। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন এই ঘটনায় আমরা খুব আতঙ্কের মধ্যে রয়েছি, কারণ এর আগে এই রকম ঘটনা এই এলাকায় ঘটে নি । তিনি আরো জানান পুলিশ ও গ্রামবাসীদের তৎপরতায় আশেপাশে যত গুলি বাড়ি রয়েছে সেসব বাড়িগুলি থেকে মানুষ জনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শুধু তাই নয় গ্রামের গবাদিপশু গুলি কেউ অন্যদিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, সূত্রের খবর বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে , এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
গোডাউনে রাখা টাইম বোমাকে ঘিরে আতঙ্ক
গোডাউনে রাখা টাইম বোমাকে ঘিরে আতঙ্ক
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram