গোডেল প্রাইজ জয় করলেন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী ঈশান চট্টোপাধ্যায়

গোডেল প্রাইজ জয় করলেন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী ঈশান চট্টোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



শিক্ষা – চলতি বছর কম্পিউটার বিজ্ঞানের সর্বোচ্চ সম্মান ‘গোডেল প্রাইজ’ পেলেন কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঈশান চট্টোপাধ্যায়। প্রায় তিন দশক ধরে অমীমাংসিত একটি গুরুত্বপূর্ণ সমস্যার সফল সমাধান করে তিনি এই কৃতিত্ব অর্জন করেছেন। এই পুরস্কারকে কম্পিউটার বিজ্ঞানের নোবেল বলেই গণ্য করা হয়।

ঈশানের গবেষণার বিষয় ছিল ‘র‍্যান্ডমনেস এক্সট্র্যাকশন’। তিনি এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন যার মাধ্যমে অপেক্ষাকৃত দুর্বল উৎস থেকেও কার্যকর র‍্যান্ডমনেস উৎপন্ন করা সম্ভব। এতদিন এই ধারণা অস্বীকৃত ছিল, কিন্তু ঈশানের বিশ্লেষণ সেটিকে বদলে দিয়েছে।

এই র‍্যান্ডমনেস বিশেষভাবে গুরুত্বপূর্ণ ক্রিপটোগ্রাফি, নিরাপদ যোগাযোগ এবং ডেটা কম্প্রেশনের মতো প্রযুক্তিগত ক্ষেত্রে। তাই তাঁর গবেষণাকে প্রযুক্তিবিদরা যুগান্তকারী বলেই মনে করছেন।

ভারতে জন্ম ও শৈশব কাটানো ঈশান কানপুর আইআইটি থেকে স্নাতক হন। পরবর্তীকালে আমেরিকায় উচ্চশিক্ষার জন্য যান এবং টেক্সাস বিশ্ববিদ্যালয়ে প্রখ্যাত বিজ্ঞানী ডেভিড জুকারম্যানের অধীনে ডক্টরেট সম্পন্ন করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top