‘চরম সুখ’ পাওয়ার কিছু গোপন টোটকা

‘চরম সুখ’ পাওয়ার কিছু গোপন টোটকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
গোপন

‘চরম সুখ’ পাওয়ার কিছু গোপন টোটকা। এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে, সাধারণ পদ্ধতির তুলনায় সেক্স টয় অর্গাজামের আনন্দ কযেক গুণ বাড়িযে দিতে পারে৷ তাছাড়া প্রত্য়েক দিনের সেক্স লাইফে একটু নিত্যনতুন গবেষণাও চলতে পারে৷ভাল অর্গাজামের অন্যতম প্রধান উপকরণ হল চিন্তা মুক্ত মাথা। মন থেকে সমস্ত দ্বিদা-দ্বন্দ্ব দূর করে সঙ্গমে লিপ্ত হওয়াই আসল পদ্ধতি। মাথায় চিন্তার পাহাড় চাপিয়ে কোনও দিন সেক্স লাইফ উপভোগ করা যায় না৷

 

অর্গাজাম তো বহু দূর! সেক্স লাইফ নিয়ে নিজের সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে অনেকে খোলা মনে কথা বলতে ইতস্তত বোধ করেন৷ উল্টো দিকের মানুষটার থেকে তিনি কী চান, তা বলতে পারেন না৷ কিন্তু এটা করবেন না৷ দীর্ঘস্থায়ী সেক্সলাইফ পেতে চাইলে পরস্পরের সঙ্গে মন খুলে কথা বলুন৷ একে অপরকে বুঝুন৷ উল্টোদিকের মানুষটা কী পেলে খুশি হবে তা জানুন৷ আপনার চাহিদাও জানান। সেক্স লাইফে foreplay আরও একটি প্রধান উপকরণ৷ পরস্পরের সঙ্গে দীর্ঘক্ষণ foreplay-তে লিপ্ত হলে সময়টা আরও মধুর হয়ে ওঠে৷

 

আর ও  পড়ুন  কাল ভারত বনধ, কোন কোন বিরোধী দল সমর্থন জানিয়েছে?

 

আর অর্গাজাম তো ভাল হয়ই৷তবে ইংলিশ এই শব্দটির সঙ্গে অনেকেরই হয়ত পরিচয় নেই৷ তবে সেক্স লাইফে এটার গুরুত্ব অনেক৷ সঙ্গমের সময় যখন আপনার উত্তেজনা শিখরে বা চরমে পৌঁছে যাবে৷ আপনি অর্গাজামের একদম কিনারায় দাঁড়িয়ে রয়েছেন৷ ঠিক তখন নিজের উত্তেজনাকে প্রশমন করাই হল ‘Edging’৷ অর্থাৎ অর্গাজামের অন্তিম মুহূর্তে হঠাৎ করে উত্তেজনাকে দমিয়ে দেওয়া৷ সঙ্গমের সময়ে বারবার এটা চেষ্টা করে দেখতে পারেন৷

 

বিশেষজ্ঞদের মতে, সম্পর্কে টিকিয়ে রাখতে গেলে সেক্স লাইফ ভাল হওয়া অত্যন্ত জরুরি। আর ভাল সেক্স লাইফের মূল মন্ত্রই হল যথাযথ অর্গাজম। বিভিন্ন গবেষণা বলছে, অর্গাজাম কেবল শারীরিক চাহিদা মেটায় না, তার সঙ্গে বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা এবং দূর করে শরীরের সমস্ত ক্লান্তিও।

 

উল্লেখ্য, ‘চরম সুখ’ পাওয়ার কিছু গোপন টোটকা। এই বিষয়ে কোনও সন্দেহ নেই যে, সাধারণ পদ্ধতির তুলনায় সেক্স টয় অর্গাজামের আনন্দ কযেক গুণ বাড়িযে দিতে পারে৷ তাছাড়া প্রত্য়েক দিনের সেক্স লাইফে একটু নিত্যনতুন গবেষণাও চলতে পারে৷ গোপনভাল অর্গাজামের অন্যতম প্রধান উপকরণ হল চিন্তা মুক্ত মাথা। মন থেকে সমস্ত দ্বিদা-দ্বন্দ্ব দূর করে সঙ্গমে লিপ্ত হওয়াই আসল পদ্ধতি। মাথায় চিন্তার পাহাড় চাপিয়ে কোনও দিন সেক্স লাইফ উপভোগ করা যায় না৷

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top