বিদেশ – মার্কিন সার্চ জায়ান্ট গুগলকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছ থেকে অনুমতি ছাড়াই তথ্য সংগ্রহের দায়ে ৩১ কোটি ৪৬ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে হবে— এমনই রায় দিয়েছে ক্যালিফোর্নিয়ার স্যান হোসে শহরের একটি আদালতের জুরি। মঙ্গলবার মামলার এই রায় ঘোষিত হয়।
বাদীপক্ষের অভিযোগ ছিল, গুগল অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের ডিভাইস থেকে, এমনকি ফোন ব্যবহার না থাকার সময়ও, গোপনে তথ্য আদান-প্রদান করেছে। জুরি রায়ে উল্লেখ করেছেন, এটি ব্যবহারকারীদের জন্য একটি “বাধ্যতামূলক ও এড়ানো অসম্ভব বোঝা”, যা গুগল তার ব্যবসায়িক স্বার্থে চাপিয়ে দিয়েছে।
এই মামলাটি ২০১৯ সালে ক্লাস অ্যাকশন হিসেবে দায়ের করা হয়, যেখানে ক্যালিফোর্নিয়াবাসীদের পক্ষ থেকে এক কোটি ৪০ লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছিল। আদালত শেষ পর্যন্ত গুগলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়।
তবে গুগল এই রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানির মুখপাত্র হোসে কাস্টানেডা বলেন, “এই রায় আমাদের গুরুত্বপূর্ণ কিছু সেবাকে ভুলভাবে ব্যাখ্যা করেছে।”
বাদীপক্ষের আইনজীবী গ্লেন সামার্স রায়কে স্বাগত জানিয়ে বলেন, “এটি গুগলের আচরণের বিপক্ষে স্পষ্ট বার্তা।”
এদিকে, একই ধরনের আরেকটি মামলা যুক্তরাষ্ট্রের বাকি ৪৯টি রাজ্যের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের পক্ষে দায়ের করা হয়েছে, যার বিচার শুরু হবে ২০২৬ সালের এপ্রিলে। বিশ্লেষকদের মতে, ক্যালিফোর্নিয়ার রায়ের প্রভাব সেখানে যথেষ্ট পড়বে।
