বৃহস্পতিবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে লালাগোলা থানার পুলিশ ময়া এলাকার এক ইট ভাটা থেকে তাসলিম সেখ, জাহির সেখ, রকিবুর রহমান,এবং আনোয়ার হোসেন নামে চার জনকে গ্রেপ্তার করে l আনোয়ার হোসেনর বাড়ি আসামে বলে জানা গেছে l বাকি তিন জনের বাড়ি লালগোলা থানার কালিকাপুর এলাকায় l এদের কাছ থেকে পুলিশ ৬৯০ গ্রাম হেরোইন, ৪০০০ মিলিলিটার কোডাইল, ৫ কেজি সোডিয়াম কার্বনেট, ৩ বোতল অ্যাসিটাইল ক্লোরাইট উদ্ধার করে l ১২ দিনের পুলিশ রিমান্ড নেওয়া হয়েছে তাদের ।শুক্রবার জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ এক সাংবাদিক সন্মেলন করে বিস্তারিত জানান ।