গোপন সূত্রে খবর, জলদাপাড়া জাতীয় উদ্যানে হাই অ্যালার্টে চিরুনি তল্লাশি

গোপন সূত্রে খবর, জলদাপাড়া জাতীয় উদ্যানে হাই অ্যালার্টে চিরুনি তল্লাশি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



আলিপুরদুয়ার – হঠাৎই জলদাপাড়া জাতীয় উদ্যানে চিরুনি তল্লাশি শুরু করল প্রশাসন। গোটা জাতীয় উদ্যান কার্যত ঘিরে ফেলা হয়েছে। নামানো হয়েছে ডগ স্কোয়াড। রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী ও র‍্যাপিড রেসপন্স টিমের সঙ্গে যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে বনদপ্তর। গোপন সূত্রে নির্দিষ্ট খবর পাওয়ার পরেই জলদাপাড়ায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি সতর্ক করা হয়েছে জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদেরও।

রবিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে জঙ্গল ও সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়। মূলত জলদাপাড়া জাতীয় উদ্যানের কোদালবস্তি, চিলাপাতা, নীলপাড়া এবং মাদারিহাট—এই চারটি রেঞ্জ এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। প্রশাসনের কাছে খবর আসে, এই এলাকাগুলিতে চোরাশিকারিরা আস্তানা গেড়েছে। সেই তথ্যের ভিত্তিতেই দ্রুত অভিযান শুরু করা হয়।

তল্লাশি অভিযানে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী ও র‍্যাপিড রেসপন্স টিমের পাশাপাশি ডগ স্কোয়াডকেও নামানো হয়েছে। জঙ্গলের ভিতরের পাশাপাশি জঙ্গল লাগোয়া এলাকাতেও নজরদারি চলছে। সন্দেহভাজন গতিবিধির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং যাতায়াতকারী গাড়িগুলিতেও তল্লাশি চালানো হচ্ছে।

জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও পারভিন কাসোয়ান জানান, চারটি রেঞ্জ জুড়ে তল্লাশি অভিযান চলছে। জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দাদের সচেতন করা হচ্ছে, যাতে তারা কোনও চোরাশিকারির সন্ধান পেলে বা সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে বনদপ্তর বা প্রশাসনকে খবর দেন।

উল্লেখ্য, মাত্র সপ্তাহখানেক আগেই জলদাপাড়া জাতীয় উদ্যানে পাচার রোধ ও মানুষ-বন্যপ্রাণী সংঘাত কমাতে বড় পদক্ষেপ নিয়েছিল বনদপ্তর। বন্যপ্রাণী সংরক্ষণে নজরদারি আরও জোরদার করতে চালু করা হয়েছিল আধুনিক ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম। তার পরেই রবিবার গোপন সূত্রে খবর পেয়ে এই চিরুনি তল্লাশি অভিযান শুরু হওয়ায় নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top