মানিকচকের গোপালপুর বোমা বিস্ফোরণ কান্ডে জোরাল তদন্ত পুলিশের। মানিকচকের গোপালপুর বোমা বিস্ফোরণ কান্ড ঘটনার ঘটনা স্থল খতিয়ে দেখতে জোরালো তদন্ত শুরু করল পুলিশ।পুলিশি কুকুরের মাধ্যমে গোটা ঘটনা স্থল চিরুনি তল্লাশি অভিযোগ চালালো মালদা জেলা পুলিশ।সোমবার,মানিকচকের গোপালপুরের চন্ডীপুর মাঠ এলাকায় পৌঁছায় পুলিশি কুকুর।ছিলেন পুলিশকর্তারা।গোটা ঘটনা স্থল খতিয়ে দেখেন কুকুরের মাধ্যমে তবে নতুন করে কিছু উদ্ধার হয়নি।অন্যদিকে বোমা বিস্ফোরণের মৃতের সংখ্যা বেড়ে তিনজন।
উল্লেখ্য,শনিবার গভীর রাতে পাটের জমির আড়ালে বোমা বাঁধতে গিয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।বিস্ফোরণে দুইজনের মৃত্যু হয় এবং প্রায় কয়েকজন আহত হয়।সব মিলিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা তিন।এখনো একাধিক ব্যক্তি আহত রয়েছে।
সোমবার দুপুর নাগাদ পুলিশের তরফে নামানো হয় পুলিশি কুকুর।ঘটনা স্থল সহ আশেপাশের গোটা এলাকায় চালানো হয় জোরালো তল্লাশি।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,এই ঘটনার পর রীতিমতো গোটা গ্রাম আতঙ্কে রয়েছে।তবে এলাকায় শাস্তি ফিরুক।
আরও পড়ুন – একুশের প্রচারে এবার মহিলা তৃণমূলের হাট মিছিল সোনাপুরে
উল্লেখ্য, মানিকচকের গোপালপুর বোমা বিস্ফোরণ কান্ডে জোরাল তদন্ত পুলিশের। মানিকচকের গোপালপুর বোমা বিস্ফোরণ কান্ড ঘটনার ঘটনা স্থল খতিয়ে দেখতে জোরালো তদন্ত শুরু করল পুলিশ।পুলিশি কুকুরের মাধ্যমে গোটা ঘটনা স্থল চিরুনি তল্লাশি অভিযোগ চালালো মালদা জেলা পুলিশ।সোমবার,মানিকচকের গোপালপুরের চন্ডীপুর মাঠ এলাকায় পৌঁছায় পুলিশি কুকুর। ছিলেন পুলিশকর্তারা।গোটা ঘটনা স্থল খতিয়ে দেখেন কুকুরের মাধ্যমে তবে নতুন করে কিছু উদ্ধার হয়নি।
অন্যদিকে বোমা বিস্ফোরণের মৃতের সংখ্যা বেড়ে তিনজন। উল্লেখ্য,শনিবার গভীর রাতে পাটের জমির আড়ালে বোমা বাঁধতে গিয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে দুইজনের মৃত্যু হয় এবং প্রায় কয়েকজন আহত হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা তিন। এখনো একাধিক ব্যক্তি আহত রয়েছে। সোমবার দুপুর নাগাদ পুলিশের তরফে নামানো হয় পুলিশি কুকুর।ঘটনা স্থল সহ আশেপাশের গোটা এলাকায় চালানো হয় জোরালো তল্লাশি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,এই ঘটনার পর রীতিমতো গোটা গ্রাম আতঙ্কে রয়েছে।তবে এলাকায় শাস্তি ফিরুক।