দলীয় কর্মসূচি পালনে গোপীবল্লভপুরে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের ছায়া। নবান্ন অভিযানে পুলিশের বর্বরতার প্রতিবাদে রাজ্য বিজেপির ঘোষিত থানা ঘেরাও কর্মসূচি গোপীবল্লভপুরে পালন করল বিজেপির দুটি গোষ্ঠী। আর তাতেই দেখা গেল একজন জেলা পর্যায়ের নেতা অন্য গোষ্ঠীর কর্মীদের কর্মসূচিকে দলীয় স্বীকৃতি দিতে অস্বীকার করলেন। জানা গিয়েছে, সোমবার ছিল বিজেপির রাজ্য নেতৃত্বের ঘোষণা অনুযায়ী নবান্ন অভিযানে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে গোপীবল্লভপুর থানা ঘেরাও কর্মসূচি। এদিনের কর্মসূচি পালন করে বিজেপির গোপীবল্লভপুর ১ নম্বর মন্ডল কমিটি।
সেই কর্মসূচিতে যোগ দেন ঝাড়গ্ৰাম জেলা বিজেপির সাধারণ সম্পাদক মনিচাঁদ পানি। অন্যদিকে গত শনিবার একই ইস্যুতে গোপীবল্লভপুর থানা ঘেরাও কর্মসূচি পালন করে বিজেপির আরও এক গোষ্ঠী। যেখানে প্রাক্তন মন্ডল সম্পাদক স্বপন রথ সহ স্থানীয় বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধান অম্বিকা বেরা ছিলেন। শনিবারের কর্মসূচির বিষয়ে মনিচাঁদ পানিকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন, আজকের কর্মসূচিটি বিজেপির কর্মসূচি। এর আগে কারা করেছিল তা জানা নেই। একজন জেলা পর্যায়ের নেতার এই বক্তব্য থেকে গোপীবল্লভপুরে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসে পরে, মত রাজনৈতিক মহলের।
আরও পড়ুন – উন্নততর স্বাস্থ্য পরিষেবায় কয়েকধাপ এগিয়ে গেলো শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ
উল্লেখ্য, দলীয় কর্মসূচি পালনে গোপীবল্লভপুরে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের ছায়া। নবান্ন অভিযানে পুলিশের বর্বরতার প্রতিবাদে রাজ্য বিজেপির ঘোষিত থানা ঘেরাও কর্মসূচি গোপীবল্লভপুরে পালন করল বিজেপির দুটি গোষ্ঠী। আর তাতেই দেখা গেল একজন জেলা পর্যায়ের নেতা অন্য গোষ্ঠীর কর্মীদের কর্মসূচিকে দলীয় স্বীকৃতি দিতে অস্বীকার করলেন। জানা গিয়েছে, সোমবার ছিল বিজেপির রাজ্য নেতৃত্বের ঘোষণা অনুযায়ী নবান্ন অভিযানে পুলিশের অত্যাচারের বিরুদ্ধে গোপীবল্লভপুর থানা ঘেরাও কর্মসূচি। এদিনের কর্মসূচি পালন করে বিজেপির গোপীবল্লভপুর ১ নম্বর মন্ডল কমিটি।
সেই কর্মসূচিতে যোগ দেন ঝাড়গ্ৰাম জেলা বিজেপির সাধারণ সম্পাদক মনিচাঁদ পানি। অন্যদিকে গত শনিবার একই ইস্যুতে গোপীবল্লভপুর থানা ঘেরাও কর্মসূচি পালন করে বিজেপির আরও এক গোষ্ঠী। যেখানে প্রাক্তন মন্ডল সম্পাদক স্বপন রথ সহ স্থানীয় বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রধান অম্বিকা বেরা ছিলেন। শনিবারের কর্মসূচির বিষয়ে মনিচাঁদ পানিকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন, আজকের কর্মসূচিটি বিজেপির কর্মসূচি।