গোবরডাঙার তৃণমূল অঞ্চল সভাপতিকে কুপিয়ে খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার।গোবরডাঙার বেড়গুমে তৃণমূল অঞ্চল সভাপতিকে কুপিয়ে খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্তকে ২৫ দিনের মাথায় গ্রেফতার করল গোবরডাঙা থানার পুলিশ।
উত্তরপ্রদেশের বেলঘাট থানার রাপাতপুর এলাকা থেকে সোমবার সকালে তাকে ধরা হয়। এরপর গোরকপুর জেলা আদালতে তোলার পর দুদিনের ট্রানজিট রিমান্ডে আজ নিয়ে আসা হচ্ছে গোবরডাঙ্গায়। আগামীকাল ধৃতকে তোলা হবে বারাসত আদালতে।
প্রসঙ্গত চলতি বছরের ৩০ মার্চ গোবরডাঙার বেড়গুমে তৃণমূল অঞ্চল সভাপতি কল্যাণ দত্ত কে কুপিয়ে খুনের চেষ্টা করে জয়দীপ দত্ত নামে অভিযুক্ত যুবক । ঘটনার পরে পালিয়ে যায় জয়দীপ, প্রথমে নদীয়া তারপর রাজস্থান সেখান থেকে দিল্লি হয়ে উত্তরপ্রদেশ। জায়গা বদল এর সঙ্গে সঙ্গে মোবাইল ও সিম কার্ড বদল করেছে অভিযুক্ত । তবে শেষ রক্ষা হলো না ।
উল্লেখ্য, গোবরডাঙার তৃণমূল অঞ্চল সভাপতিকে কুপিয়ে খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার।গোবরডাঙার বেড়গুমে তৃণমূল অঞ্চল সভাপতিকে কুপিয়ে খুনের চেষ্টার ঘটনায় অভিযুক্তকে ২৫ দিনের মাথায় গ্রেফতার করল গোবরডাঙা থানার পুলিশ।
উত্তরপ্রদেশের বেলঘাট থানার রাপাতপুর এলাকা থেকে সোমবার সকালে তাকে ধরা হয়। এরপর গোরকপুর জেলা আদালতে তোলার পর দুদিনের ট্রানজিট রিমান্ডে আজ নিয়ে আসা হচ্ছে গোবরডাঙ্গায়। আগামীকাল ধৃতকে তোলা হবে বারাসত আদালতে।
প্রসঙ্গত চলতি বছরের ৩০ মার্চ গোবরডাঙার বেড়গুমে তৃণমূল অঞ্চল সভাপতি কল্যাণ দত্ত কে কুপিয়ে খুনের চেষ্টা করে জয়দীপ দত্ত নামে অভিযুক্ত যুবক । ঘটনার পরে পালিয়ে যায় জয়দীপ, প্রথমে নদীয়া তারপর রাজস্থান সেখান থেকে দিল্লি হয়ে উত্তরপ্রদেশ। জায়গা বদল এর সঙ্গে সঙ্গে মোবাইল ও সিম কার্ড বদল করেছে অভিযুক্ত । তবে শেষ রক্ষা হলো না ।