উত্তর 24 পরগনা- গোবরডাঙার সাহাপাড়ায় এক চাঞ্চল্যকর ঘটনায় ঘরের খাটের নিচ থেকে উদ্ধার হলো এক মহিলার মরদেহ। মৃতের নাম মিঠু দত্ত (৪৪)। পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, শ্বাসরোধ করে এবং মুখ থেঁতলে খুন করা হয়েছে তাঁকে। এই ঘটনার পর মিঠুর ‘লিভ-ইন পার্টনার’ তথা দেওর প্রদীপ দত্তকে গ্রেপ্তার করেছে গোবরডাঙা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১১ বছর আগে মিঠু দত্তের স্বামী নিখোঁজ হয়ে যান। এরপর থেকেই দুই ছেলেকে নিয়ে তিনি দেওর প্রদীপ দত্তের সঙ্গে ওই বাড়িতেই বসবাস করছিলেন। তবে অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁদের মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। প্রায়শই মদ্যপ অবস্থায় প্রদীপ বউদি মিঠু ও তার দুই ছেলেকে শারীরিকভাবে নির্যাতন করত।
সোমবার দুপুর থেকে মিঠু নিখোঁজ ছিলেন। মঙ্গলবার সকালে বাড়ি ফিরে তাঁর দুই ছেলে মায়ের খোঁজ করতে শুরু করে। সেই সময় ঘরের খাটের নিচে চাদরে মোড়া অবস্থায় মায়ের মরদেহ দেখতে পায় তারা। ঘটনার পরই খবর দেওয়া হয় পুলিশে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রদীপ দত্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, সম্পর্কের টানাপোড়েন থেকেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
