উত্তর 24 পরগনা – অফিস ফেরার ভিড়ভাট্টা সময়ে এমন ঘটনা যে কারও ঘুম কেড়ে নেবে। বুধবার সন্ধ্যায় বনগাঁ শাখার গোবরডাঙা স্টেশনে ঘটে গেল এক চমকপ্রদ ঘটনা। শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এসি লোকাল ট্রেন প্ল্যাটফর্মে ঢুকেও না থেমে, দরজা না খুলেই প্রায় তিনশো মিটার এগিয়ে যায়। মুহূর্তের মধ্যেই যাত্রীদের মধ্যে শুরু হয় হুলস্থুল।
ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধে ৭টা ৩৬ মিনিট নাগাদ। অফিস ফেরা ভিড়ে গিজগিজ করছে এসি লোকাল। গোবরডাঙা স্টেশনে ট্রেন ঢুকতেই যাত্রীরা নামার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু দেখা যায়, দরজা খুলছেই না। কেউ ভাবলেন টেকনিক্যাল সমস্যা, কেউ দরজার সেন্সর পরীক্ষা করতে গেলেন। ঠিক তখনই ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে ছুটে যায় সামনের দিকে।
যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক যাত্রী জানান, “আমরা সবাই নামার জন্য গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম, দেখি দরজা খুলছে না। তারপর দেখি ট্রেন তো ছেড়েই দিল! ভিতরে দু’জন অসুস্থ যাত্রীও ছিলেন। ভয় পেয়ে যাই। বারবার ট্রেনের স্পিকারের মাধ্যমে গার্ডকে জানালেও কেউ সাড়া দেননি।”
চোখের নিমেষে তিনশো মিটার এগিয়ে যায় ট্রেন। কিছুক্ষণ পর ট্রেনের ভিতরে ঘোষণা শোনা যায় যে, ট্রেনটি ব্যাক করে ফিরবে প্ল্যাটফর্মে। প্রায় কুড়ি মিনিট পরে ট্রেনটি ফের গোবরডাঙা স্টেশনে ফিরে আসে। দরজা খোলা হয়, যাত্রীরা নেমে যান। এরপর কিছুক্ষণ বিরতি নিয়ে ট্রেন ফের বনগাঁ হয়ে রানাঘাটের দিকে রওনা দেয়।
ঘটনায় যাত্রীদের ক্ষোভ চরমে। অনেকে প্রশ্ন তুলেছেন, “যদি ট্রেনের ভিতরে সিসিটিভি থাকে, গার্ড বা চালক বুঝলেন না কেন যে দরজা খুলছে না?” যাত্রীদের আরও অভিযোগ, ঘটনার সময় ট্রেনে কোনও আরপিএফ কর্মী বা চেকার উপস্থিত ছিলেন না।
রেল সূত্রে জানা গেছে, গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তবে যাত্রীদের একাংশের আশঙ্কা, এই ধরনের ভুল পুনরাবৃত্তি হলে বড় দুর্ঘটনা ঘটতে পারে।



















