গোয়া নাইটক্লাব আগুনে ২৫ মৃত্যু, মালিক দুই ভাইয়ের পাসপোর্ট বাতিল — প্রত্যর্পণের পথে এগোল ভারত

গোয়া নাইটক্লাব আগুনে ২৫ মৃত্যু, মালিক দুই ভাইয়ের পাসপোর্ট বাতিল — প্রত্যর্পণের পথে এগোল ভারত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ – ভয়াবহ অগ্নিকাণ্ডের পাঁচ দিন পর বড় পদক্ষেপ নিল গোয়া সরকার। আগুন লাগার ঘটনার পর থাইল্যান্ডে পালিয়ে যাওয়া নাইটক্লাবের দুই মালিক—গৌরব ও সৌরভ লুথরার পাসপোর্ট বাতিল করেছে বিদেশমন্ত্রক। গত শনিবার উত্তর গোয়ার বাগা সৈকতের কাছে অবস্থিত জনপ্রিয় একটি নৈশক্লাবে আগুন লেগে মৃত্যু হয় অন্তত ২৫ জনের। অগ্নিকাণ্ডের পরই এক ঘণ্টার মধ্যেই দুই ভাই থাইল্যান্ড উড়ে যান বলে তদন্তে উঠে এসেছে।

মঙ্গলবার লুথরা ভাইদের বিরুদ্ধে ব্লু কর্নার নোটিস জারি করে ইন্টারপোল। এরপর বুধবার দিল্লির রোহিণী আদালতে তাঁদের আইনজীবী দাবি করেন যে রক্ষাকবচ পেলে দেশে ফিরবেন দুই ভাই। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়। বৃহস্পতিবার তাঁদের আগাম জামিনের শুনানি হওয়ার কথা। তার আগেই গোয়া সরকার বিদেশমন্ত্রকের কাছে পাসপোর্ট বাতিলের আবেদন জানায় এবং বুধবার গভীর রাতেই তা কার্যকর হয়। ফলে দুই মালিককে প্রত্যর্পণের পথে এক ধাপ এগোল ভারত।

তদন্তে উঠে এসেছে, আগুন লাগার পর যখন দমকল কর্মীরা আগুন নেভাতে ব্যস্ত, তখনই দুই ভাই থাইল্যান্ডের ফুকেতে গা ঢাকা দেন। যদিও তাঁদের আইনজীবীদের দাবি, সফরের পরিকল্পনা নাকি আগে থেকেই ছিল এবং গ্রেপ্তারির আশঙ্কাতেই তাঁরা দেশে ফিরতে পারছেন না। আগাম জামিন ছাড়া দেশে ফেরার প্রশ্নেই তাঁরা অনীহা প্রকাশ করেছেন।

অগ্নিকাণ্ডের নেপথ্যে উঠে এসেছে একাধিক গুরুতর অনিয়ম—বেআইনি নির্মাণ, সংকীর্ণ ও অপর্যাপ্ত প্রবেশপথ, নিরাপত্তা বিধির চরম লঙ্ঘনসহ আরও নানা অভিযোগ। প্রশ্ন উঠছে, এত অভিযোগ থাকা সত্ত্বেও কীভাবে দিনের পর দিন রমরমিয়ে চলল ওই নাইটক্লাব? কেন আগে হস্তক্ষেপ করেনি স্থানীয় প্রশাসন?

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top