তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় ও নেতা অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে মানুষের সেবা করার লক্ষে আমরা পবিত্র ঈদ উপলক্ষে মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য মুর্শিদাবাদ জেলা জুড়ে বস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বললেন ডোমকল পৌরসভার পৌরপিতা সৌমিক হোসেন l তিনি বলেন মুর্শিদাবাদের মানুষ নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে দুহাত ভোরে আশীর্বাদ করেছেন ফলশ্রুতি মুর্শিদাবাদ জেলা জুড়ে উন্নয়নের বন্যা বয়ে চলেছে l পবিত্র ঈদ উপলক্ষে যাতে জেলার সবাই নতুন বস্ত্র পরিধান করতে পারে তাই আমাদের এই উদ্দেশ বললেন সৌমিক হোসেন l গোরাবাজার বয়েস ক্লাবের অনুষ্ঠানে তিনি বস্ত্র বিতরণ করেন l বস্ত্র প্রাপকদের মধ্যে উন্মাদনা ছিল চোক পাড়ার মতো l