কলকাতা – দক্ষিণ কলকাতার গোলপার্ক (Golpark) এলাকায় এক ব্যক্তির পচা গলা দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম মনোতোষ কুণ্ডু (Manotosh Kundu), বয়স ৫৫ বছর। পুলিশ সূত্রে জানা গেছে, গড়িয়াহাট রোডের একটি বাড়ির একতলায় দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতেন তিনি। গত কয়েকদিন ধরে দোকান বন্ধ থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহ দেখা দেয়। তবে প্রথমে কেউ বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি।
বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করলে স্থানীয় বাসিন্দারা খবর দেন পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মনোতোষ কুণ্ডুর পচাগলা দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃত ব্যক্তি ওই বাড়িতে একাই থাকতেন। মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
