নিজস্ব সংবাদদাতা, কোলকাতা, ২৩ নভেম্বর, গোলাপি টেস্টকে কেন্দ্র করে বেটিং চক্র সক্রিয় রয়েছে শহরতলিতে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ, ক্রিকেট বেটিং চালানোর অপরাধে চারজনকে গ্রেফতার করে।লালবাজার সূত্রের খবর, গোয়েন্দা বিভাগ আগেই জানতে পারে জোড়াবাগান এলাকা থেকে চালানো হচ্ছে একটি বেটিং চক্র । এরপর পুলিশ অভিযান চালায় ৬/বি বৃন্দাবন বসাক স্ট্রিটে । জানা যায় সেখান থেকে কম্পিউটারের মাধ্যমে চালানো হচ্ছিল এই চক্র। সাথে ব্যবহার করা হচ্ছিল মোবাইল ফোনও।
জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে বেটিং চালানোর অপরাধে গ্রেফতার করা হয় ২২ বছরের কুন্দন সিংকে । তার বাড়িতেই চলছিল এই চক্র । সঙ্গে ছিল রবীন্দ্র সরণির ৩২ বছরের মুকেশ মালি ও বড়তলা থানা এলাকার দুর্গাচরণ মিত্র স্ট্রিটের ৪২ বছরের সঞ্জয় সিং। তাদের জিজ্ঞাসাবাদ করার পর নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সারজিল হোসেনকে । জানা যায়, ২২ বছরের সারজিল এই চক্রের অন্যতম মাথা ।ধৃতদের কাছে উদ্ধার হয়েছে দুটি কম্পিউটার, চারটি মোবাইল ফোন এবং দু লাখ পাঁচ হাজার টাকা নগদ।