নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ২৪ নভেম্বর, আজ দুর্গাপুরে ৩ নং ব্লক তৃনমূল কংগ্রেস দ্বারা দিদি কে বলো কর্মসূচীর আয়োজন করেন, ৩ নং ব্লক সভাপতি ভীম সেন মন্ডল। সাংবাদিক সম্মেলন করে ব্লক সভাপতি ভীম সেন মন্ডল, প্রাত্তন জেলা সভাপতি উত্তম মুখার্জির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।
দিদি কে বলো কর্মসূচীর কোন দায়িত্বে না থেকেও কর্মসূচী পালন করছেন এবং যারা দায়িত্বে আছেন তাদেরকেও জানাচ্ছেন না উত্তম মুখার্জি । এই নিয়ে উত্তম মুখার্জি বিরুদ্ধে দলেও জানিয়েছেন বলে দাবি করেন ব্লক সভাপতি । তবে এ বিষয়ে উত্তম মুখার্জি কোন মত্তব্য করতে চাননি ।