নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ১৩ ডিসেম্বর, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দের জেরে ভাঙচুর ও মারধোরের অভিযোগ পুলিশ ও তৃণমূলের অন্য গোষ্ঠির বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে শুক্রবার ডায়মন্ড হারবার ১ নং ব্লকের বাসুলডাঙা এলাকার লক্ষীপুরে।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠির মধ্যে চলছিল ঝামেলা।
লক্ষীপুর গ্রামের পঞ্চায়েত সদস্য আহমাদুল্লার অভিযোগ, তল্লাশির নামে পুলিশ তৃণমূলের অপর গোষ্ঠীর লোকজনের সঙ্গে নিয়ে লক্ষীপুর গ্রামে পঞ্চায়েত সদস্যের বাড়ি সহ গাড়িতে ভাংচুর চালায়। এমনকি মহিলাদের মারধোর করা হয় বলে অভিযোগ। এরপরে গ্রামের পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে ডায়মন্ড হারবার ১ নং ব্লক যুব সভাপতি গৌতম অধিকারির বিরুদ্ধে স্লোগান তুলে মিছিল করে।
অন্যদিকে যুব ব্লক সভাপতির উপর ওঠা অভিযোগ অস্বীকার করে যুব সভাপতি গৌতম অধিকারি জানায়, দলের সাথে এই ঘটনার কোন যোগ নেই। পারিবারিক ঝামেলাতে রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা করছে বিরোধীরা। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে তদন্তের জন্য পুলিশকর্মীরা গিয়েছিলো।ঘটনার পর থেকে এলাকাজুড়ে থমথমে আবহাওয়া।