নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ১ নভেম্বর,২০২০: আবারো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে মৃত্যু তৃণমূল কর্মীর। দু’দিন আগেই রাণীনগরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব এবং গুরুতর অবস্থায় একজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয় কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সেই তৃণমূল কর্মীর মৃত্যু ঘটে আজ জেলা কংগ্রেস কার্যালয় সাংবাদিক বৈঠক করলেন রানীনগর বিধায়িকা ফিরোজা বেগম তিনি জানান তৃণমূলের নিজেদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বে মৃত্যু হয়েছে এক্ষেত্রে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কোনভাবেই দায়ী নয় তৃণমূল যে অভিযোগ করছে সম্পূর্ণতা মিথ্যা এবং ভিত্তিহীন তৃণমূল দল কাঠ মানি নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়েছে।
