উত্তর দিনাজপুর:- পূর্নমন্ত্রী হিসেবে রাজ্য মন্ত্রীসভায় শপথ গ্রহন ও দায়িত্বভার নেওয়ার পর প্রথম নিজের বিধানসভা কেন্দ্র তথা নিজের বাড়ি গোয়ালপোখরে ফিরতেই তৃনমূল বিধায়ক তথা মন্ত্রী গোলাম রব্বানিকে ঘিরে উচ্ছ্বাস আর উন্মাদনায় ভাসলেন এলাকার কর্মী সমর্থকেরা। এদিন গোয়ালপোখরে নিজের বাসভবনে আসতেই দলের নেতা কর্মী থেকে সাধারন মানুষ তাঁর সাথে শুভেচ্ছা বিনিময় করলেন। গোয়ালপোখর বিধানসভার মানুষ জননেত্রী মমতা বন্দোপাধ্যায়ের উপর আস্থা রেখে তাঁকে বিপুল ভোটে জয়ী করেছেন সেজন্য রাজ্যের মাদ্রাসা বিষয়ক সংখ্যালঘু দপ্তরের পূর্নমন্ত্রী গোলাম রব্বানি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২১ এর বঙ্গযুদ্ধে উত্তর দিনাজপুর জেলার বিধানসভা ভোটের আগেই গোটা পরিবারসহ করোনায় আক্রান্ত হয়ে শিলিগুড়ি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন গোয়ালপোখর বিধানসভার তৃনমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের প্রাক্তন শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি। নিজের নির্বাচনী প্রচারও করতে পারেননি তিনি। এলাকার তৃনমূল কংগ্রেস নেতা কর্মীরা বাংলার মেয়ে তৃনমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় এবং রাজ্যের যুব আইকন অভিষেক বন্দোপাধ্যায়কে সামনে রেখে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছিলেন। বাংলার মানুষের সাথে সাথে গোয়ালপোখর বিধানসভার মানুষের সুচিন্তিত মতামত এবার বাংলায় ইতিহাস তৈরি করেছে। প্রার্থীকে কাছে না পেয়েও গোয়ালপোখর বিধানসভার মানুষ প্রাক্তন মন্ত্রী গোলাম রব্বানিকে ৭০ হাজারের বেশি ভোটে জয়যুক্ত করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবার গোলাম রব্বানিকে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে নির্বাচিত করে মাদ্রাসা বিষয়ক সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের পূর্নমন্ত্রীর মর্যাদা দিয়েছেন। খুশী গোয়ালপোখর বিধানসভার বাসিন্দারা। আজ মন্ত্রীসভার একজন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ প্রথম নিজের বাসভবনে আসেন তিনি গোলাম রব্বানি। মন্ত্রী গোলাম রব্বানি বলেন, গোয়ালপোখরের বাসিন্দাদের প্রথমেই ধন্যবাদ জানাই। এরপর আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। আগামী ২৪ সালের লোকসভা নির্বাচনে মোদী আর অমিত শাহর নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করার জন্য লড়াইয়ে নামার আহ্বান জানান রাজ্যের মাদ্রাসা বিষয়ক সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানি।