গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বাড়লো আসনসংখ্যা

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বাড়লো আসনসংখ্যা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
গৌড়বঙ্গ

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বাড়লো আসনসংখ্যা। গৌড় বঙ্গের তিনটি জেলার ছাত্র ছাত্রীদের কথা ভেবে পাশ কোর্সে বাড়ানো হল আসনসংখ্যা।উচ্চ শিক্ষার ক্ষেত্রে আর বঞ্চিত হতে হবে না মালদহ উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার ছাত্র ছাত্রীদের।উচ্চ শিক্ষায় ভর্তি সমস্যার সমাধান করতে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এই সিদ্ধান্ত কে সাধুবাদ জানিয়েছেন মালদহ জেলা তৃণমূল ছাত্র পরিষদ।

 

জানা গেছে,পাশ কোর্সে মোট ১৮৬০ টি আসন বাড়ানো হয়েছে।পাশাপাশি কোভিড পরিস্থিতি কথা মাথায় রেখে ইতিমধ্যেই ৩৬০০ আসন আগেই বাড়ানো হয়েছিল।সবমিলিয়ে দুই দফায় পাশকোর্সে মোট ৫৪৬০ টি আসন বাড়লো গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে।উচ্চ শিক্ষায় ভর্তি সমস্যা মেটাতে ও পাশকোর্সে আসন সংখ্যা বৃদ্ধির দাবী জানায় তৃণমূল ছাত্র পরিষদ।

 

এমনকি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৪ টি ডিগ্রি কলেজের অধ্যক্ষরাও উপাচার্য কে আসনসংখ্যা বৃদ্ধির দাবী জানায়।আসনসংখ্যা বৃদ্ধি করে সর্ব স্তরের দাবীকেই মান্যতা দিল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।মানিকচক কলেজে ১০০টি,হরিশচন্দ্রপুর কলেজে ৩০০টি,সামসী কলেজে ৩০০ টি,কালিয়াচক কলেজে ৩০০টি,পাকুয়াহাট কলেজে ৩০০ টি,আবদুল গণি কলেজে ১৫০ টি,গৌড় মহাবিদ্যালয়ে বিঞ্জান বিভাগে ৮ টি ও কলা বিভাগে ৩০০টি ও মালদহ কলেজে ১০০টি আসন বাড়ানো হয়েছে।

 

আর ও পড়ুন      ত্রিপুরা নিয়ে কি হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ?

 

সর্বমোট ১৮৬০ টি আসনসংখ্যা বাড়ানো হয়েছে।বর্তমানে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি আইন কলেজ ও ২৪ টি ডিগ্রি কলেজ রয়েছে।মোট আসনসংখ্যা রয়েছে ২১১৭২ টি।স্নাতক স্তরে আসনসংখ্যা রয়েছে৮৫২৫টি। বাণিজ্য বিভাগে ৩৭০টি ও বিঞ্জান বিভাগে ৩২৬ টি আসন আছে।সবমিলিয়ে মোট আসনসংখ্যা ছিল ৩০৩৯২ টি।

 

এরপরেও আবার বাড়ানো হল ৫৪৬০ টি আসনসংখ্যা।এ বিষয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তি ছেত্রী জানান,উচ্চশিক্ষার ক্ষেত্রে ভর্তি সমস্যা রুখতে পাশকোর্সে ৫৪৬০টি আসন বাড়ানো হলো।

 

উল্লেখ্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে বাড়লো আসনসংখ্যা। গৌড় বঙ্গের তিনটি জেলার ছাত্র ছাত্রীদের কথা ভেবে পাশ কোর্সে বাড়ানো হল আসনসংখ্যা।উচ্চ শিক্ষার ক্ষেত্রে আর বঞ্চিত হতে হবে না মালদহ উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার ছাত্র ছাত্রীদের।উচ্চ শিক্ষায় ভর্তি সমস্যার সমাধান করতে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এই সিদ্ধান্ত কে সাধুবাদ জানিয়েছেন মালদহ জেলা তৃণমূল ছাত্র পরিষদ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top