২২ জুন ২০২১: সব জল্পনার অবসান করে এর আগে নুসরাত জাহান নিজেই তার বেবিবাম্প এর ছবি প্রকাশ করেছিলেন।সেখানে অভিনেত্রী নুসরত লিখেছিলেন, “উদারতা সব কিছু বদলে দেয়।”
উল্লেখ্য , তাঁর মা হওয়ার খবর, ‘স্বামী’ নিখিলের সঙ্গে বিয়ে আইনত অস্বীকার, যশের সঙ্গে সম্পর্ক নিয়ে নেটদুনিয়ায় চলছে আলোচনা সমালোচনা।

সম্প্রতি অভিনেত্রী তথা সাংসদ পোস্ট করেছেন আলো-আঁধারি এক ছবি। অবয়বে ফুটে উঠছে গৌতম বুদ্ধর মূর্তি। ক্যাপশনে নুসরত জুড়ে দিয়েছেন গৌতম বুদ্ধের এক উক্তি—‘হাজার যুদ্ধে জয়লাভ করার চেয়ে ভাল নিজেকে জয়ী করা। তাহলে বিজয় আপনার। এটা আপনার থেকে নেওয়া যাবে না, ঈশ্বরের দূত কিংবা শয়তানও নয়, স্বর্গ কিংবা নরকও নয়।—গৌতম বুদ্ধ’।

প্রসঙ্গত , চর্চার মাধ্যমে জানা গিয়েছে , চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই অভিনেত্রী তথা সংসদ নুসরাত মা হতে চলেছেন , তার মা হয়কে ঘিরে নেট দুনিয়া নানা মন্তব্যে তোলপাড় করে দিয়েছে। যদিও সেই নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী। তবে সবের মাঝখানে নিচের সোশ্যাল মিডিয়ায় নানান ছবি পোস্ট করে কিছু নতুন ইঙ্গিত দিচ্ছেন অভিনেত্রী , যা নিয়ে শুরু হয়ে গিয়েছে নেটদুনিয়ায় জল্পনা।
