নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪ পরগনা,৬ ই আগস্ট :গ্যাস সিলিণ্ডার ফেটে গুরুতর আহত একই পরিবারের তিন সদস্য। জখমদের মধ্যে এক মহিলা ও রয়েছেন। জখম মহিলার অবস্থা আশংকাজনক ।
মঙ্গলবার সকালে গ্যাস সিলিণ্ডার ফেটে গুরুতর আহত হলেন একই পরিবারের তিন সদস্য। ঘটনাটি ঘটেছে , ক্যানিং থানার পূর্ব হাতামারী গ্রামে। আহতরা হলেন , রহিমা মোল্লা (২৩) , মহসিন মোল্লা (৩০)ও সাজাদ মোল্লা (৭২)। পরিবার সূত্রে খবর, এদিন সকালে দুধ গরম করতে গিয়ে হঠাৎ গ্যাস সিলিণ্ডার ফেটে গুরুতর আহত হন ঐ মহিলা । আর ওই মহিলা কে বাঁচাতে এগিয়ে আসে স্বামী ও শ্বশুর।
ঘটনায় তারাও আহত হন। গুরুতর জখম অবস্থায় তাদের তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আশে পরিবার বাকি সদস্যরা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। চিকিৎসকরা জানিয়েছেন মহিলার শরীরের নব্বই ভাগ পুড়ে গেছে।