গ্রন্থাগার ও লিটল ম্যাগাজিন গবেষণা কেন্দ্রের উদ্বোধন। মুর্শিদাবাদ জেলা কবিতা আকাদেমি’ এর ২৬৬তম মাসিক সাহিত্য পাঠের আসর এবং গ্রন্থাগার ও লিটল ম্যাগাজিন গবেষণা কেন্দ্রের উদ্বোধন। বহরমপুরের গীর্জা পাড়া লেনে অনুষ্ঠিত হল ‘মুর্শিদাবাদ জেলা কবিতা আকাদেমি’র ২৬৬তম মাসিক সাহিত্য পাঠের আসর। এদিন উদ্বোধন হয় আকাদেমির নিজস্ব গ্রন্থাগার এবং লিটল ম্যাগাজিন গবেষণা কেন্দ্রের।
একযোগে উদ্বোধন করেন-কবি ও চিত্রশিল্পী অশোক দাস,আকাদেমির সভাপতি রবীন্দ্র প্রকাশ সরকার, সম্পাদক কুশলকুমার বাগচী, সাহিত্যিক বলরাম হালদার, কবি স্বপনকুমার দত্ত প্রমুখ। এদিন উপস্থিত ছিলেন কবি যোগেন্দ্রনাথ বিশ্বাস, সুভাষ চন্দ্র রায়, মীর আনিসুর জামান, নন্দিতা ভৌমিক, করবী মন্ডল, মধুমিতা বসাক প্রমুখ।
এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৩৮ জন কবি, গল্পকার কবিতা এবং গল্প পাঠে অংশ নেন। প্রবীণ কবি- সাহিত্যিকদের গোলাপ দিয়ে বরণ করা। ভাড়া বাড়িতে গ্রন্থাগার এবং লিটল ম্যাগাজিন গবেষণা কেন্দ্রটি গড়ে উঠেছে – এই বিষয়টিকে মাথায় রেখে কবি অশোক দাস সভায় আশ্বাস দেন, তিনি চেষ্টা করবেন কবি-সাহিত্যিকদের জন্য স্থায়ীভাবে একটি ঘর তৈরি করা যায় কিনা।
প্রসঙ্গত, গ্রন্থাগার এবং লিটল ম্যাগাজিন গবেষণা কেন্দ্রটি গড়ে তোলার জন্য আকাদেমির সম্পাদক কুশলকুমার বাগচী তার ব্যক্তিগত সংগ্রহে থাকা কয়েক হাজার বই, কয়েক হাজার লিটল ম্যাগাজিন এবং আসবাবপত্র তুলে দিয়েছেন।
উল্লেখ্য, গ্রন্থাগার ও লিটল ম্যাগাজিন গবেষণা কেন্দ্রের উদ্বোধন। মুর্শিদাবাদ জেলা কবিতা আকাদেমি’ এর ২৬৬তম মাসিক সাহিত্য পাঠের আসর এবং গ্রন্থাগার ও লিটল ম্যাগাজিন গবেষণা কেন্দ্রের উদ্বোধন। বহরমপুরের গীর্জা পাড়া লেনে অনুষ্ঠিত হল ‘মুর্শিদাবাদ জেলা কবিতা আকাদেমি’র ২৬৬তম মাসিক সাহিত্য পাঠের আসর। এদিন উদ্বোধন হয় আকাদেমির নিজস্ব গ্রন্থাগার এবং লিটল ম্যাগাজিন গবেষণা কেন্দ্রের।
আর ও পড়ুন স্কুল রুমের মধ্যে সিগারেট মুখে ছাত্র-ছাত্রীদের উদ্দাম নাচের ঝড়
একযোগে উদ্বোধন করেন-কবি ও চিত্রশিল্পী অশোক দাস,আকাদেমির সভাপতি রবীন্দ্র প্রকাশ সরকার, সম্পাদক কুশলকুমার বাগচী, সাহিত্যিক বলরাম হালদার, কবি স্বপনকুমার দত্ত প্রমুখ। এদিন উপস্থিত ছিলেন কবি যোগেন্দ্রনাথ বিশ্বাস, সুভাষ চন্দ্র রায়, মীর আনিসুর জামান, নন্দিতা ভৌমিক, করবী মন্ডল, মধুমিতা বসাক প্রমুখ।
এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৩৮ জন কবি, গল্পকার কবিতা এবং গল্প পাঠে অংশ নেন। প্রবীণ কবি- সাহিত্যিকদের গোলাপ দিয়ে বরণ করা। ভাড়া বাড়িতে গ্রন্থাগার এবং লিটল ম্যাগাজিন গবেষণা কেন্দ্রটি গড়ে উঠেছে এই বিষয়টিকে মাথায় রেখে কবি অশোক দাস সভায় আশ্বাস দেন, তিনি চেষ্টা করবেন কবি-সাহিত্যিকদের জন্য স্থায়ীভাবে একটি ঘর তৈরি করা যায় কিনা। প্রসঙ্গত, গ্রন্থাগার এবং লিটল ম্যাগাজিন গবেষণা কেন্দ্রটি গড়ে তোলার জন্য আকাদেমির সম্পাদক কুশলকুমার বাগচী তার ব্যক্তিগত সংগ্রহে থাকা কয়েক হাজার বই, কয়েক হাজার লিটল ম্যাগাজিন এবং আসবাবপত্র তুলে দিয়েছেন।