গ্রামীণ ডাক সেবকের নিয়োগের আবেদনে জালি শংসাপত্র! গ্রেপ্তার ৩। ভারত সরকারের ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবকের নিয়োগের আবেদনে জালি শংসাপত্র! সন্দেহ হতেই পুলিশের হাতে গ্রেপ্তার ৩। এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের। তবে কি ডাকবিভাগের নিয়োগের পিছনে কাজ করছে কোন চক্র, সন্দেহ দানা বাধছে সাধারণ মানুষদের মনে। ডাকবিভাগ সূত্রে জানা গেছে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের প্রক্রিয়া চলছে। যে প্রক্রিয়ার অঙ্গ হিসাবে চলছিল আবেদনকারীদের শংসাপত্র যাচাইয়ের কাজ।
ডাকবিভাগ সূত্রে জানা গেছে শংসাপত্র যাচাই পর্ব চলাকালীন ৩ জন আবেদনকারীর শংসাপত্র দেখে শংসাপত্রগুলি জাল সন্দেহ হওয়ায় তারা ঐ ৩ জন আবেদনকারীকে আটকে রেখে পুলিশে খবর দেয়। এরপর বালুরঘাট থানার পুলিশ ৩ জন আবেদনকারীকে আটক করে বালুরঘাট থানায় নিয়ে আসে। জানা গেছে ডাকবিভাগের পক্ষ থেকে ঐ ৩ জন আবেদনকারীর বিরুদ্ধে লিখিত অভিযোগও করা হয়। যার পরে পুলিশ ঐ ৩ জন আবেদনকারীর বিরুদ্ধে মামলা রুজু করে তাদের আদালতে পেশ করে।
পুলিশ সূত্রে জানা গেছে ঘটনায় ধৃতরা হলেন আতাউর রহমান, মহম্মদ ইউনিস আলি সহ একজন মহিলা আবেদনকারী। এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার রাহুল দে জানিয়েছেন ধৃতদের বিরুদ্ধে ৪৬৯, ৪৬৮, ৪৭১, ৩৪ আইপিসি ধারায় মামলা রুজু হয়েছে। তিনি বলেন ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের তদন্ত চলছে, কোথা থেকে ডকুমেন্টগুলি পেয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে, যদি কোন চক্র কাজ করে তাহলে তা তদন্তে বেরিয়ে আসবে।
আরও পড়ুন্ন – সিংহের আর্থিক দিক ভালো, ভ্রমণের সুযোগ মকরের
উল্লেখ্য, ভারত সরকারের ডাক বিভাগে গ্রামীণ ডাক সেবকের নিয়োগের আবেদনে জালি শংসাপত্র! সন্দেহ হতেই পুলিশের হাতে গ্রেপ্তার ৩। এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের। তবে কি ডাকবিভাগের নিয়োগের পিছনে কাজ করছে কোন চক্র, সন্দেহ দানা বাধছে সাধারণ মানুষদের মনে। ডাকবিভাগ সূত্রে জানা গেছে গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের প্রক্রিয়া চলছে। যে প্রক্রিয়ার অঙ্গ হিসাবে চলছিল আবেদনকারীদের শংসাপত্র যাচাইয়ের কাজ।