নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ২০ মার্চ, রাতভর নিখোঁজ থাকার সকালে গ্রামের পাশের নালা থেকে রক্তাক্ত দেহ মিলল এক ব্যাক্তির। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার বৈদ্যনাথপুর গ্রামে। মৃতের নাম ভুলু সেখ। ঘটনার জেরে গ্রামের এক গৃহবধূ শান্তনা বিবিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেহে একাধিক আঘাতের চিহ্ন ও ধারালো অস্ত্রের কোপ থাকায় তাকে যে খুন করা হয়েছে তা নিশ্চিত পরিবার সহ পুলিশ।
জানা গিয়েছে, পেশায় সব্জী ব্যাবসায়ী ওই ব্যাক্তি বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেড়িয়ে আসে। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজ খুঁজি শুরু করে পরিবার সহ গ্রামের মানুষজন। সকালে মাঠে যাওয়ার পথে নালার ধারে দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হলে বড়ঞা থানার পুলিশ দেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ গ্রামের এক গৃহবধূকে গ্রেপ্তার করে। ওই গৃহবধূর বাড়িতে রক্তের দাগ হল মৃতের জুতো মিলেছে বলে দাবি গ্রামবাসীদের।