গ্রামের মেয়ে আন্তর্জাতিক খেলায় অংশ নিয়ে দেশকে জয়ী করে জিতেছে সোনা, খুশিতে মাতোয়ারা গোটা হেলাপাকরি । জলপাইগুড়ি জেলার হেলাপাকরির গ্রামের মেয়ে এশিয়ান জুনিয়র হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের জয়ী ভারতের প্রতিনিধি। বাড়ি ফিরতেই অভিনব ভাবে স্বাগত জানালালেন গ্রামবাসী।
দোলের মধ্যেই খেলা জয় করে মৌমিতা বাড়ি ফিরলে জয়ের উল্লাসে হেলাপাকড়ি বাসী। জানা যায় গত কয়েকদিন আগে এশিয়ান জুনিয়র হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি হয়ে পাড়ি দিয়েছিলো কাজাকিস্থানে জলপাইগুড়ি জেলার হেলাপাকড়ির বাসিন্দা মৌমিতা রায়।অনেক বাঁধা পেড়িয়ে ওই আন্তর্জাতিক খেলায় বিজয়ী হয় ভারত।গোটা টিমের সঙ্গে মৌমিতাও সোনার পদক পায়।
হেলাপাকড়ির মেয়ে মৌমিতা ভারতের প্রতিনিধি হিসাবে খেলায় গর্বিত জলপাইগুড়ির বাসী। মৌমিতা বাড়ি ফিরলে জলপাইগুড়ি হেলাপাকড়ি নাগরিক মঞ্চ,ব্যবসায়ীরা ও হেলাপাকড়ির বিভিন্ন ক্লাবের সদস্যরা যৌথ ভাবে মৌমিতাকে স্বাগতম জানাতে বিভিন্ন কর্মসূচি গ্রহন করে ঘরের মেয়ের বিশ্ব জয়ের আনন্দে মেতে উঠে ।
আর ও পড়ুন সামসেরগঞ্জে সিপিআইএমে বড়সড় ধাক্কা
উল্লেখ্য, গ্রামের মেয়ে আন্তর্জাতিক খেলায় অংশ নিয়ে দেশকে জয়ী করে জিতেছে সোনা, খুশিতে মাতোয়ারা গোটা হেলাপাকরি । জলপাইগুড়ি জেলার হেলাপাকরির গ্রামের মেয়ে এশিয়ান জুনিয়র হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের জয়ী ভারতের প্রতিনিধি। বাড়ি ফিরতেই অভিনব ভাবে স্বাগত জানালালেন গ্রামবাসী।
দোলের মধ্যেই খেলা জয় করে মৌমিতা বাড়ি ফিরলে জয়ের উল্লাসে হেলাপাকড়ি বাসী। জানা যায় গত কয়েকদিন আগে এশিয়ান জুনিয়র হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধি হয়ে পাড়ি দিয়েছিলো কাজাকিস্থানে জলপাইগুড়ি জেলার হেলাপাকড়ির বাসিন্দা মৌমিতা রায়।অনেক বাঁধা পেড়িয়ে ওই আন্তর্জাতিক খেলায় বিজয়ী হয় ভারত।গোটা টিমের সঙ্গে মৌমিতাও সোনার পদক পায়।
হেলাপাকড়ির মেয়ে মৌমিতা ভারতের প্রতিনিধি হিসাবে খেলায় গর্বিত জলপাইগুড়ির বাসী। মৌমিতা বাড়ি ফিরলে জলপাইগুড়ি হেলাপাকড়ি নাগরিক মঞ্চ,ব্যবসায়ীরা ও হেলাপাকড়ির বিভিন্ন ক্লাবের সদস্যরা যৌথ ভাবে মৌমিতাকে স্বাগতম জানাতে বিভিন্ন কর্মসূচি গ্রহন করে ঘরের মেয়ের বিশ্ব জয়ের আনন্দে মেতে উঠে ।



















