গ্রামে বিদ্যুৎ না থাকায় ভোট বয়কটের ডাক দিল গ্রামবাসীরা

গ্রামে বিদ্যুৎ না থাকায় ভোট বয়কটের ডাক দিল গ্রামবাসীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,ইসলামপুর, ১৭ ই মে :দীর্ঘ কয়েকদিন যাবৎ গ্রামে বিদ্যুৎ না থাকায় ভোট বয়কটের ডাক দিল গ্রামবাসীরা। ঘটনা ইসলামপুর ব্লকের রামগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েতের বানানি গ্রামে। বারংবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কোন সুরাহা মেলেনি। প্রতিবাদে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের।
একদিন পরেই ইসলামপুর বিধানসভার উপ-নির্বাচন। নেতারা ভোট প্রচার নিয়ে ব্যস্ত। ইসলামপুর ব্লকের রামগঞ্জ ১ গ্রাম পঞ্চায়েতের বানানি গ্রামের বাসিন্দারা ভোট বয়কটের ডাক দিয়েছে। গ্রামে মোট ৬০০ ভোটার আছে। চলতি মাসের ২ তারিখে ঝড়ের ফলে বিদ্যুতের তার ছিড়ে যায়। দুবলা গ্রামের বাসিন্দারা ওই বিদ্যুতের তার ঠিক করতে বাধা দেয় বলে অভিযোগ। কারণ ওই গ্রামের কয়েকটি বাড়ির উপর দিয়ে বিদ্যুতের তার যাওয়ায় সমস্যা হয়েছে। ফলে ঝড়ে ছিড়ে যাওয়া বিদ্যুতের তার ঠিক করা যায়নি। দীর্ঘ কয়েকদিন ধরে গ্রামে বিদ্যুৎ না থাকায় চরম সমস্যায় পরেছে গ্রামবাসীরা। এই বিষয়ে স্থানীয় নেতা ও বিধায়ককে বলা সত্বেও কোন সুরাহা হয়নি। পাশাপাশি বৈদ্যুতিক দপ্তর ও রামগঞ্জ ফাঁড়িতেও এ বিষয়ে জানানো হয়েছে। এছাড়াও ইসলামপুর বিধানসভা নির্বাচনে যেসব প্রার্থী ভোটে দাঁড়িয়েছে তাদেরও বলা হয়েছে। তাতেও কোন লাভ হয়নি। ফলে ইসলামপুর বিধানসভা উপ-নির্বাচনের ভোট বয়কটের ডাক দিয়ে রামগঞ্জ বাজারের বিভিন্ন এলাকায় ভোট বয়কটের পোষ্টার লাগিয়েছেন গ্রামবাসীরা। পাশাপাশি এলাকায় বিক্ষোভে সামিল হয়েছেন তারা। সমস্যার সমাধান না হলে আগামী ১৯ তারিখে উপনির্বাচনে ভোট বয়কট করবেন বানানি গ্রামের বাসিন্দারা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top