নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা, ৫ এপ্রিল, রায়দিঘি দক্ষিণ ২৪ পরগনা কাশীনগরে স্থায়ী বাসিন্দা বাবু চক্রবর্তী প্রায় ৪০০ অসহায় মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী চাল, ডাল, স্কির্ট, আলু তুলে দেন সঙ্গী প্রধানমন্ত্রী ঘোষণা অনুযায়ী একটি করে মোমবাতিও দেন তিনি। দেশের এই সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়িয়ে বৃত্তিগত ভাবে তিনি খুব খুশি।
এদিন বাবু চক্রবর্তী বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে মানুষ ত্রাণ পাচ্ছে না এছাড়াও মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রেশনের যে সামগ্রী বরাদ্দ করা হয়েছে সেখানে অনেক দুর্নীতি চলছে।তিনি বলেন, মুখ্যমন্ত্রী যেন অবিলম্বে বন্ধ করে এবং সঠিকভাবে তারা যেন রেশন পায়। বাবু চক্রবর্তী গরিব মানুষের এই সংকটময় মুহূর্তে পাশে থাকায় অনেক মানুষই তাকে সাধুবাদ জানিয়েছেন।