তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
গ্রাম

তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগ তুলে ব্লক প্রশাসনের দ্বারস্থ বিজেপির পঞ্চায়েত সদস্য ও গ্রামবাসীদের একাংশ।মালদার মানিকচক ব্লক প্রশাসনের কাছে তৃণমূল পরিচালিত নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে বিজেপির পঞ্চায়েত সদস্যরা ও গ্রামবাসীদের একাংশ।

 

মানিকচক ব্লকের অন্তর্গত তৃণমূল পরিচালিত নাজিরপুর গ্রাম পঞ্চায়েত।প্রধান পদে রয়েছে বিনা মন্ডল। প্রধান সহ তৃণমূলের সদস্যরা এম জি এন আর ই জি এ প্রকল্পের অন্তর্গত 100 দিনের কাজে দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ।ভুয়া বিল করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছে প্রধান বলে অভিযোগ গ্রামবাসীদের।

 

একই অভিযোগে সড়ব বিজেপি। নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা পল্লবী মন্ডল জানান, বাস্তবে কোনো কাজ না করে ভুয়ো বিল করে টাকা আত্মসাৎ করেছে পঞ্চায়েতের প্রধান সহ তৃণমূল সদস্যরা। তৃণমূলের প্রধান সহ পঞ্চায়েত সদস্যরা পরিবারের লোকেদের নামে টাকা আত্মসাত করেছে। গোটা বিষয় খতিয়ে দেখে প্রশাসন ব্যবস্থা নিন না হলে আন্দোলনের পথে হাঁটবে বিজেপি।

 

আর ও পড়ুন    নিউটাউন হাজরা কালীবাড়ি মন্দিরে শিব পার্বতীর পুজো দিলেন দিলীপ ঘোষ

 

ওই এলাকার বাসিন্দা দীপক মন্ডলের অভিযোগ ১৫জনকে কাজ করিয়ে ৪৮  জনের নামে টাকা তোলা হয়েছে। সাধারণ মানুষ কাজ পাইনি। প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। গোটা বিষয়ে তৃণমূল প্রধান বিনা মন্ডলের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিরোধীদের কাজই হলো মিথ্যে অভিযোগ তোলা। যে সমস্ত অভিযোগ তোলা হচ্ছে সমস্তটা মিথ্যে।

 

সমস্ত কাজ সঠিক ভাবে করা হয়েছে। এমনকি বিজিপি সদস্যদের কথামতো ভুয়া বিল তৈরি না করাই এই ধরনের অভিযোগ করছেন তারা বলে তিনি দাবি করেন। আর এই অভিযোগ করে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতোর। ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top