নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান, ১৩ মার্চ, দুর্গাপুর নগরনিগমের উদ্যোগে শহরে শুরু হল ওয়াটার এটিএম। মোট ১৬টি ওয়াটার এটিএমের এদিন শুভ উদ্বোধন করলেন মেয়র দিলিপ অগস্তি।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলদপ্তরের মেয়র পারিষদ পবিত্র চ্যাটার্জী সহ অন্যান্য পারিষদ ও কাউন্সিলরগন।
দীর্ঘদিন আগে এই প্রকল্পের শিলান্যাস হলেও কিছু যান্ত্রিক ত্রুটির কারনে এটিএমগুলি শুরু করা যায়নি, এমনই জানালেন জল দপ্তরের মেয়র পারিষদ পবিত্র চ্যাটার্জী। সামনেই প্রখর গ্রীষ্ম, তার আগেই এই জল এটিএম শহরবাসীকে উপহার দিতে পেরে খুশী হন তিনি। জানালেন, বেশী টাকা খরচ করে মানুষকে আর জল কিনতে হবে না। ৫০০ মিলি জল পাওয়া যাবে ১টাকায়, ১লিটার পাওয়া যাবে ২টাকায়, ৫লিটারের জন্য লাগবে ১০টাকা। সিটি সেন্টার বাস স্ট্যান্ড, মহকুমা হাসপাতাল, গান্ধীমোড় সহ ১৬টি এটিএমের উদ্বোধন এদিন সিটি সেন্টার থেকেই করেন মেয়র।