‘BJP আসলে গ্রেট ইন্ডিয়ান লুট চালাচ্ছে। মানুষকে বোকা বানানো হচ্ছে,’ টুইট মমতার

‘BJP আসলে গ্রেট ইন্ডিয়ান লুট চালাচ্ছে। মানুষকে বোকা বানানো হচ্ছে,’ টুইট মমতার। মাত্রাতিরিক্ত গ্যাসের দাম। মাথায় হাত মধ্যবিত্তের। একলাফে গ্যাসের দাম ফের বৃদ্ধি পাওয়ায় এবার গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করে টুইটে সরব হন মুখ্যমন্ত্রী। টুইট করে তিনি লেখেন,  ”দেশের জনগণকে যন্ত্রণা দেওয়া বন্ধ করুন। বারবার করে জ্বালানির দাম বাড়ানো হচ্ছে। লাগাতার বৃদ্ধি পাচ্ছে রান্নার গ্যাসের দাম। প্রয়োজনীয় সামগ্রীর দাম উত্তরোত্তর বেড়ে চলেছে। বিজেপি আসলে গ্রেট ইন্ডিয়ান লুট চালাচ্ছে। মানুষকে বোকা বানানো হচ্ছে।” একইসঙ্গে তাঁর সংযোজন, ”এতকিছুর পরও সংবাদমাধ্যম চোখে ঠুলি পরে বসে রয়েছে।”

 

উল্লেখ্য, একলাফে ৫০ টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসের। মাসের শুরুতেই এই দাম বৃদ্ধি কার্যত সাধারণ মানুষকে আরও বিপর্যস্ত করে তুলল। নতুন করে দাম বৃদ্ধির জেরে কলকাতায় এবার থেকে LPG সিলিন্ডার পিছু খরচ পড়বে এক হাজার টাকারও বেশি। কলকাতায় এতদিন ১৪.২ কেজির LPG-র দাম ছিল ৯৭৬ টাকা। দাম বৃদ্ধির জেরে এবার থেকে রান্নার গ্যাস কিনতে হবে ১০২৬ টাকায়। ২০১৪ সালের পর ফের একবার কলকাতায় হাজার টাকার উপর উঠল রান্নার গ্যাসের দাম। অন্যদিকে, কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম হয়েছে ২৩৫৫.৫০ টাকা। আগে এই দাম ছিল ২২৫৩ টাকা।

আর ও পড়ুন     বিবাহ বহির্ভূত সম্পর্কের সন্দেহে স্ত্রীকে কুপিয়ে খুন করলো স্বামী

উল্লেখ্য মাত্রাতিরিক্ত গ্যাসের দাম। মাথায় হাত মধ্যবিত্তের। একলাফে গ্যাসের দাম ফের বৃদ্ধি পাওয়ায় এবার গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করে টুইটে সরব হন মুখ্যমন্ত্রী। টুইট করে তিনি লেখেন,  ”দেশের জনগণকে যন্ত্রণা দেওয়া বন্ধ করুন। বারবার করে জ্বালানির দাম বাড়ানো হচ্ছে। লাগাতার বৃদ্ধি পাচ্ছে রান্নার গ্যাসের দাম। প্রয়োজনীয় সামগ্রীর দাম উত্তরোত্তর বেড়ে চলেছে। বিজেপি আসলে গ্রেট ইন্ডিয়ান লুট চালাচ্ছে। মানুষকে বোকা বানানো হচ্ছে।” একইসঙ্গে তাঁর সংযোজন, ”এতকিছুর পরও সংবাদমাধ্যম চোখে ঠুলি পরে বসে রয়েছে।”

 

উল্লেখ্য, একলাফে ৫০ টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসের। মাসের শুরুতেই এই দাম বৃদ্ধি কার্যত সাধারণ মানুষকে আরও বিপর্যস্ত করে তুলল। নতুন করে দাম বৃদ্ধির জেরে কলকাতায় এবার থেকে LPG সিলিন্ডার পিছু খরচ পড়বে এক হাজার টাকারও বেশি। কলকাতায় এতদিন ১৪.২ কেজির LPG-র দাম ছিল ৯৭৬ টাকা। দাম বৃদ্ধির জেরে এবার থেকে রান্নার গ্যাস কিনতে হবে ১০২৬ টাকায়। ২০১৪ সালের পর ফের একবার কলকাতায় হাজার টাকার উপর উঠল রান্নার গ্যাসের দাম। অন্যদিকে, কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম হয়েছে ২৩৫৫.৫০ টাকা। আগে এই দাম ছিল ২২৫৩ টাকা।