অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী

অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
গ্রেপ্তার

অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে গ্রেপ্তার স্বামী। জয়নগরে পনের দাবীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ,গ্রেপ্তার স্বামী। বিয়ের মাত্র ন’মাসের মধ্যেই এবার দাবিমতো পনের টাকা না মেলায় ৩ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে শ্বশুরবাড়িতেই শ্বাসরোধ করে খুন করার অভিযোগ এনেছে মৃতের বাপের বাড়ির লোকজনl আর এই ঘটনা তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত স্বামী সাহাবুল ঢালীকেl

 

দক্ষিণ ২৪ পরগনা জেলার    জয়নগর থানার দক্ষিণ বারাশত গ্রাম পঞ্চায়েতের পদ্মেরহাট গ্রামের ঢালীপাড়া সাহাবুল ঢালীর সাথে ন’মাস আগেই সম্বন্ধ করে বিয়ে হয়েছিল একই থানা এলাকার জাংগালিয়া গ্রাম পঞ্চায়েতের আইউব আলী সর্দারের মেয়ে বেবি খাতুনের(২২)l

 

বিয়ের দেড় মাস পর থেকেই শুরু হয় বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দেওয়ার পর্বl শুরুতেই মেয়ের সংসারের কথা ভেবেই বাবা ২০ হাজার টাকা জামাইয়ের দাবিমতো দিয়েছিলেনl আবারো বেবিকে চাপ দেওয়া হয় বাপের বাড়ি থেকে দশ হাজার টাকা আনার জন্যl বেবি সেই অত্যাচার সহ্য করতে না পেরে বাপের বাড়িতে গিয়ে আবারও বাবার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়ে আসেl

 

আর ও  পড়ুন     ভাই ও মা কে খুন করে পুলিশের কাছে আত্মসমর্পন করলো যুবক

 

বৃহস্পতিবার আবারও মেয়েকে এক প্রকার অত্যাচার করেই বাপের বাড়িতে জোর করে পাঠায় অভিযুক্ত জামাই সাহাবুল ঢালী এবং দাবি করা হয় ১ লক্ষ টাকা দিতে হবে বাড়ি ও ব্যবসার জন্যl টাকা না নিয়ে বাড়িতে ফিরলে তার ওপর অত্যাচার বাড়বে সেটা বুঝে বেবি আর শ্বশুর বাড়িতে ফিরতে চাইছিল নাlকিন্তু তার ননদ এসে তাকে আবার নিয়ে যায় পদ্মের হাটের শ্বশুরবাড়িতেl

 

এর মধ্যেই পদ্মেরহাট ঢালীপাড়া থেকে ফোনে জাঙ্গালিয়ার বাড়িতে খবর আসে যে, বেবির অবস্থা অবস্থা অত্যন্ত খারাপlদ্রুত সেখানে আসার জন্যlএই ফোন পেয়ে তারা তড়িঘড়ি সেখানে গিয়ে দেখে যে বাড়ির বারান্দায় সেখানে বেবি অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেl চিকিৎসকরা ওই গৃহবধূকে দেখেই মৃত বলে ঘোষণা করে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top