গ্রেফতারি এড়াতে শাড়ি-গয়নায় ছদ্মবেশ! অবশেষে পুলিশের জালে দাগি অপরাধী দয়া শঙ্কর

গ্রেফতারি এড়াতে শাড়ি-গয়নায় ছদ্মবেশ! অবশেষে পুলিশের জালে দাগি অপরাধী দয়া শঙ্কর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


ভাইরাল – হামলা, ডাকাতি, মারধরের এক ডজনেরও বেশি মামলার আসামী দয়া শঙ্কর শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল মহিলার ছদ্মবেশে! রাজস্থানের এই দাগি অপরাধী গ্রেফতারি এড়াতে শাড়ি-ব্লাউজ, গয়না পরে বাড়িতে লুকিয়ে ছিল। কিন্তু ফাঁদ পেতে শেষমেশ তাকে পাকড়াও করল পুলিশ।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, লাল শাড়ি, কালো ব্লাউজ ও গলায় মঙ্গলসূত্র পরে হাত দিয়ে মুখ ঢেকে হেঁটে আসছে দয়া শঙ্কর, সঙ্গে পুলিশ। এই ভিডিয়ো ‘শচীন গুপ্তা’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

রাজস্থান পুলিশের দাবি, বহুদিন ধরেই পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য মহিলার পোশাকে ঘুরে বেড়াত অভিযুক্ত। অভিযোগ রয়েছে, ‘প্রিন্স চাওলা’ নামে এক যুবককে দয়া শঙ্কর দলবল নিয়ে মারধর করে এবং পুলিশে না যাওয়ার জন্য হুমকি দেয়।

কয়েকবার অভিযানে ব্যর্থ হওয়ার পর পুলিশ অবশেষে জানতে পারে, দয়ার বাড়িতে যে মহিলাকে দেখা যায়, তিনি আসলে দয়া শঙ্কর নিজেই! এই খবর পেয়ে হেড কনস্টেবল শমসের খানের নেতৃত্বে অভিযানে গিয়ে পুলিশের দল তাকে গ্রেফতার করে।

পুলিশের কথায়, দয়া শঙ্কর একজন পরিচিত অপরাধী এবং তার ছদ্মবেশ নীতি এই প্রথম নয়। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top