গ্রেফতার না করলেই দেশে ফিরতে রাজি বিনয় মিশ্র

গ্রেফতার না করলেই দেশে ফিরতে রাজি বিনয় মিশ্র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২২ জুন ২০২১:দেশে ফেরার বিষয়ে শর্ত আরোপ করলেন কয়লা ও গরু পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র। তাকে গ্রেফতার না করা হলেই সে দেশে ফিরবে। সিবিআই এবং ইডি আদালতের কাছে যদি প্রতিশ্রুতি দেন গ্রেফতার করা হবে না, তবেই দেশে ফিরবেন বিনয় মিশ্র। পাশাপাশি তাঁকে ভিসা সংক্রান্ত প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে শুনানির সময়ে এমনটাই জানিয়েছেন বিনয়ের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, এখন প্রশান্ত মহাসাগরের এক দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে বিনয় রয়েছেন। মঙ্গলবার ভার্চুয়াল শুনানিতে যুব তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক বিনয় মিশ্রর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতে জানান, শর্তসাপেক্ষে দেশে ফিরতে তৈরি বিনয় মিশ্র। সিঙ্ঘভির তরফে জানানো হয়েছে, যদি সিবিআই এবং ইডি আদালতের কাছে প্রতিশ্রুতি দেয়, যে তাঁর মক্কেলকে গ্রেফতার করা হবে না এবং ভিসা সংক্রান্ত প্রয়োজনীয় সহযোগিতা করা হবে, সে ক্ষেত্রে দেশে ফিরতে প্রস্তুত আছেন বিনয় মিশ্র।চলতি মাসে কলকাতা হাইকোর্টে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মামলার শুনানির অনুমতি চেয়েছিলেন গরু ও কয়লা পাচার-কাণ্ডের অভিযুক্ত বিনয়। সোমবারই সেই ভার্চুয়াল শুনানিতে কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের আইনজীবী বলেন, ১২ জুলাইয়ের মধ্যে দেশে ফিরে বিনয় মিশ্র তদন্তে সহযোগিতা করলে, তাঁর বিরুদ্ধে কোনও রেড কর্নার নোটিস থাকবে না। গ্রেফতারও করা হবে না তাঁকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top