স্ত্রীকে খুন করার অভিযোগে গ্রেফতার স্বামী, কেন খুন করলেন স্ত্রীকে? পনের জন্য নিজের স্ত্রীকে খুনের অভিযোগে বিনপুর থানার পুলিশ শনিবার গ্রেপ্তার করল মৃত গৃহবধূর স্বামী আকাশ মন্ডল কে। বিনপুর থানার আঁধারিয়া গ্রামের মৃত গৃহবধূর নাম সুকন্যা সেনাপতি মন্ডল, তার বয়স ২৬ বছর।
শনিবার তার স্বামী আকাশ মন্ডল কে গ্রেপ্তার করেছে বিনপুর থানার পুলিশ। গত মার্চ মাসে আকাশ মন্ডল এর সঙ্গে ঝাড়খন্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার শংকরপুর এলাকার সুকন্যা সেনাপতির বিয়ে হয়েছিল ।সুকন্যা সেনাপতির মা সুলেখা বালা সেনাপতি বলেন বিয়ের সময় মেয়েকে দাবিমতো যৌতুক দিয়েছিলাম।
জামাই চেন্নাই এ চাকরি করতো। লকডাউনে চাকরি চলে যাওয়ার পর জামাই অতিরিক্ত পাঁচ লক্ষ টাকা দাবি করেছিল।কিন্তু আমরা আড়াই লক্ষ টাকা দিয়েছিলাম। তারপর ও মেয়ের উপর অত্যাচার করা হয় । তার অভিযোগ শুক্রবার মেয়েকে মারধর করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সু
আর ও পড়ুন আদিবাসী সম্প্রদায়ের করম পুজো উপলক্ষে কী শুরু হলো ?
লেখা বালা সেনাপতি বিনপুর থানায় জামাই সহ মোট ৬ জনের বিরুদ্ধে তার মেয়েকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন। মৃত গৃহবধূর মায়ের অভিযোগ পাওয়ার পর বিনপুর থানার পুলিশ শনিবার মৃতার স্বামী আকাশ মন্ডল কে গ্রেফতার করে।
ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন মৃত গৃহবধূর স্বামী আকাশ মন্ডল কে গ্রেপ্তার করা হয়েছে । ধৃত আকাশ মন্ডল কে রবিবার ঝাড়গ্রাম আদালতের বিশেষ আদালতে তোলা হয় । ঝাড়গ্রাম বিশেষ আদালতে পুলিশ আকাশ মন্ডল কে তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানান।
ঝাড়গ্রাম বিশেষ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দুই পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর ধৃত আকাশ মন্ডল কে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে ঝাড়গ্রাম জেলার বিনপুর আঁধারিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, পনের জন্য নিজের স্ত্রীকে খুনের অভিযোগে বিনপুর থানার পুলিশ শনিবার গ্রেপ্তার করল মৃত গৃহবধূর স্বামী আকাশ মন্ডল কে। বিনপুর থানার আঁধারিয়া গ্রামের মৃত গৃহবধূর নাম সুকন্যা সেনাপতি মন্ডল, তার বয়স ২৬ বছর।
শনিবার তার স্বামী আকাশ মন্ডল কে গ্রেপ্তার করেছে বিনপুর থানার পুলিশ। গত মার্চ মাসে আকাশ মন্ডল এর সঙ্গে ঝাড়খন্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার শংকরপুর এলাকার সুকন্যা সেনাপতির বিয়ে হয়েছিল ।সুকন্যা সেনাপতির মা সুলেখা বালা সেনাপতি বলেন বিয়ের সময় মেয়েকে দাবিমতো যৌতুক দিয়েছিলাম।