গ্র্যান্ড চেস ট্যুরের ফাইনালে উঠতে পারলেন না প্রজ্ঞানন্দ

গ্র্যান্ড চেস ট্যুরের ফাইনালে উঠতে পারলেন না প্রজ্ঞানন্দ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



দেশ – ভারতের তরুণ দাবা তারকা রমেশবাবু প্রজ্ঞানন্দের স্বপ্ন থামল সেমিফাইনালেই। ফ্রান্সের ম্যাক্সিম ভাসিয়ে লাগ্রেভের বিরুদ্ধে গ্র্যান্ড চেস ট্যুরের সেমিফাইনালে ১১-১৭ ব্যবধানে হেরে বিদায় নিলেন তিনি।

ম্যাচের শুরুটা ছিল জমজমাট। প্রথম র‍্যাপিড খেলায় জয় পেয়ে চার পয়েন্টে এগিয়ে যান ভাসিয়ে লাগ্রেভ। যদিও দ্বিতীয় র‍্যাপিডে ড্র করেন প্রজ্ঞানন্দ, তবুও ব্যবধান কমাতে পারেননি। এরপর ব্লিটজ রাউন্ডে একাধিকবার সমতা ফেরানোর সুযোগ আসে তাঁর সামনে। জয়ের অবস্থান তৈরি হলেও শেষ মুহূর্তে পিছিয়ে পড়েন তরুণ ভারতীয় গ্র্যান্ডমাস্টার। ফলে ফাইনালের টিকিট হাতছাড়া হয় তাঁর।

অন্য সেমিফাইনালে মার্কিন গ্র্যান্ডমাস্টার ফ্যাবিয়ানো কারুয়ানা রোমাঞ্চকর লড়াইয়ে আর্মেনিয়ার লেভন অ্যারোনিয়ানকে ১৫-১৩ গোলে হারান। ফলে ফাইনালে মুখোমুখি হবেন কারুয়ানা ও ভাসিয়ে লাগ্রেভ।

প্রজ্ঞানন্দ যদিও ফাইনালে উঠতে পারেননি, তবুও তাঁর আক্রমণাত্মক খেলা ও লড়াকু মানসিকতা দাবাপ্রেমীদের মুগ্ধ করেছে। বিশেষজ্ঞদের মতে, এই অভিজ্ঞতা তাঁকে ভবিষ্যতের বড় টুর্নামেন্টের জন্য আরও প্রস্তুত করবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top